চট্টগ্রামে ছয় বেদে নারীকে শ্লীলতাহানি ও পেটানোর অভিযোগ

চট্টগ্রাম ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৪৮

চট্টগ্রামের সীতাকুন্ড পৌরসভায় ছয় বেদে নারীকে শ্লীলতাহানি ও পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সীতাকুন্ড মডেল থানায় মামলা হয়েছে।

আজ বৃহ¯পতিবার বিকালে সীতাকুন্ড পৌরসভার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনায় আহত বেদে নারীরা হলেন- ঝিনুক মালা (২২), জোনাকি (২৬), শাহেনা বেগম (২৭), সুজাতা বেগম (৩২), হোসনে আরা (৩১)। তাদের উদ্ধার করে সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এলাকাবাসী। এরমধ্যে জোনাকির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় লোকজন জানান, বেদে নারীরা বাড়ি বাড়ি গিয়ে টাকা দাবি করেন। একটি পরিবার টাকা দিতে অসম্মতি প্রকাশ করলে বেদে নারীরা ওই বাড়ির উঠানে মল ত্যাগ করার হুমকি দেয়। এতে ঝগড়া ঝাটি ও হাতাহাতি হয়।

তবে আহত বেদে নারীরা জানান, বৃহ¯পতিবার বিকেলে সীতাকুন্ড পৌরসভার শিবপুর সিএনজি স্টেশন এলাকায় পেশাগত কাজ করতে গেলে রাবেয়া নামে এক স্থানীয় মহিলা নারী শিঙ্গা (দাঁতের পোক, বাতের ব্যাথার চিকিৎসা) বসাতে বাড়িতে ডেকে নিয়ে যায়। এ সময় এলাকায় কয়েকজন যুবক বেদে নারীদের শ্লীলতাহানীর চেষ্টা করে। প্রতিবাদ করলে ৮/১০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ তাদের ওপর হামলা করে।

চট্টগ্রাম বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন পরিচালনা কমিটির সাংগঠনিক স¤পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, পেশাগত কাজ করতে গিয়ে ছয় বেদে নারী শ্লীতাহানীর শিকার হয়েছে। এ ঘটনায় সীতাকুন্ড মডেল থানায় একটি মামলা হয়েছে।

সীতাকুন্ড মডেল থানার উপপরিদর্শক আনোয়ার ইসলাম খান ঢাকাটাইমসকে জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা ৩০/৪০জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :