রাজস্ব আহরণের কাজে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:৫৬

রাজস্ব আহরণের কাজে হুমকি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান।তিনি বলেন, ‘রাজস্ব নিয়ে যারা কাজ করছেন তাদের জন্য যারা হুমকি তৈরি করবেন তারা রাষ্ট্রের বিরুদ্ধে হুমকিদাতা হিসেবে গণ্য হবেন। তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। জাতীয় রাজস্ব বোর্ড থেকে খুব শিগগিরই একটি নিরাপত্তা সম্মেলন করা হবে সেখানে সব স্টেকহোল্ডার ও আইনশৃংখলার সাথে জড়িতদের আহ্বান জানানো হবে। চট্টগ্রাম কাস্টমস হাউজে সম্পূর্ণ যান্ত্রিক পদ্ধতিতে শুল্কায়ন করার উদ্যোগ নেয়া হচ্ছে।’

বৃহস্পতিবার চট্টগ্রাম কাস্টমস হাউজে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন নজিবুর রহমান।

চট্টগ্রাম কাস্টমস হাউজের পদ্ধতিগত উন্নয়ন করার প্রত্যয় ব্যক্ত করে নজিবুর রহমান বলেন, ‘চট্টগ্রাম কাস্টমসকে একটি উন্নত ও আধুনিক মানের ব্যবসা সহায়তার কেন্দ্র হিসেবে দেখতে চাই। সেজন্য সব স্টেকহোল্ডার ও অংশীজনদের সহযোগিতা চাই। আর্ন্তজাতিক বাণিজ্য সহায়তার জন্য চট্টগ্রাম কাস্টমস অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এখানে কোনো ধরনের গড়িমসি, ব্যতয়, আপস চলবে না। বাণিজ্য সহায়তার সাথে সাথে বাণিজ্য নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

চট্টগ্রাম কাস্টমস হাউজে নিলাম ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হয়েছে জানিয়ে নজিবুর রহমান বলেন, ‘বর্তমান জাতীয় রাজস্ব বোর্ডের ম্যাসেজ বিভিন্ন দপ্তরে চলে গেছে যে, জিনিসপত্র এনে বিনা পয়সায় কাস্টমস হাউজ আর ব্যবহার করা যাবে না। এ ম্যাসেজের ফলে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাদের জিনিসপত্র দ্রুত খালাসের উদ্যোগ নেয়া হয়েছে। উদ্ভাবনমূলক কাজে অধিকতর মনোনিবেশ করার আহ্বান জানিয়ে তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘নিজের চিন্তা, মেধা ও মনন দিয়ে কাজ করতে হবে।’

সভায় জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্কনীতি) ফরিদ উদ্দিন, সদস্য (করনীতি) পারভেজ ইকবাল, সদস্য (কর লিগ্যাল অ্যান্ড এনফোর্সমেন্ট) ড. মাহবুবুর রহমান, সদস্য (শুল্ক নিরীক্ষা ও আধুনিকায়ন) ফিরোজ শাহ আলম, সিআইসি’র মহাপরিচালক বেলাল উদ্দিন, ইআরএফ সভাপতি সাইফ ইসলাম দিলাল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ ইআরএফ এর প্রতিনিধি, চট্টগ্রাম কাস্টমস হাউজের কমিশনার এ এফ এম আবদুল্লাহ খান, চট্টগ্রাম অঞ্চলের কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কমিশনার, ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/জেআর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

দুঃস্থ ও অসহায়দের মাঝে জনতা ব্যাংকের ইফতার সামগ্রী বিতরণ

ঈদ উৎসব মাতাতে ‘ঢেউ’য়ের ওয়েস্টার্ন সংগ্রহ

৮ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন একনেকে

সিটি ব্যাংকের ২০২৩ সালের মুনাফা ৬৩৮ কোটি টাকা, বেড়েছে ৩৩%

ঈদ অফারে বিনামূল্যে মিনিস্টারের রেফ্রিজারেটর পেলেন আসাদুজ্জামান সুমন

সোনালী ব্যাংকে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনাসভা

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৭টি নতুন উপশাখার উদ্বোধন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পল্লী সঞ্চয় ব্যাংকের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে ইসলামী ব্যাংকের শ্রদ্ধা

এই বিভাগের সব খবর

শিরোনাম :