ঢাকা আইনজীবী সমিতির ভোটগণনা চলছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৫৩ | প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:২৪

ঢাকা আইনজীবী সমিতির ২০১৭-২০১৮ কার্যকরী কমিটির দুই দিনব্যাপী নির্বাচন বৃহস্পতিবার শেষ হয়েছে। শুক্রবার সকাল নয়টা থেকে শুরু হয়েছে ভোটগণনা।

এর আগে বুধবার সকাল নয়টায় এবারের নির্বাচনের ভোট নেয়া শুরু হয়। ওই দিন বিকাল পাঁচটা পর্যন্ত ভোট নেয়া হয়। দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকাল নয়টায় আবার ভোট নেয়া শুরু হয় এবং দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে ভোট গ্রহণ চলে একটানা বিকাল পাঁচটা পর্যন্ত। এর মধ্য দিয়ে শেষ হয় আইনজীবী সমিতির দুই দিনের ভোটগ্রহণ।

আইনজীবী সমিতির নির্বাচন কমিশন থেকে জানা যায়, এবারের নির্বাচনে মোট ১৬ হাজার ১৯৮ জন ভোটারের মধ্যে ৮ হাজার ৯১০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

প্রধান নির্বাচন কমিশনার আইনজীবী খোন্দকার আবদুল মান্নান জানান, শুক্রবার সকাল নয়টা থেকে ভোটগণনা শুরু হবে। গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের অধীনে ১৯ জন নির্বাচন কমিশনার ও ১৮১ জন সদস্য নির্বাচন কার্যক্রম পরিচালনা করেছেন।

এবারের নির্বাচনে মোট ২৭টি পদের জন্য ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামীপন্থী সাদা প্যানেলে আবদুর রহমান হাওলাদার সভাপতি পদে ও সাধারণ সম্পাদক পদে আয়ুবুর রহমানসহ ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপিপন্থী নীল প্যানেলে সভাপতি পদে মো. খোরশেদ আলম, সাধারণ সম্পাদক পদে মো. আজিজুল ইসলাম খান বাচ্চুসহ ২৭ জন এবং বঙ্গবন্ধু আইনজীবী সমিতির ব্যানারে মো. হাবিবুর রহমানসহ দু’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

২০১৬-২০১৭ কার্যবর্ষের নির্বাচনে ২৭টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদে আওয়ামী লীগ জায়লাভ করে। অন্যদিকে বিএনপি মাত্র ছয়টি পদে জয়লাভ করে।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি

আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি

কক্সবাজারে কতজন রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

এই বিভাগের সব খবর

শিরোনাম :