ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট

মির্জাপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১১:০০ | প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৫৪

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে ওই মহাসড়ক দিয়ে চলাচলরত যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মির্জাপুর থানা পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার মধ্যরাত থেকে এই মহাসড়কে দীর্ঘ যানজট শুরু হয়। শুক্রবার ভোর থেকে তা আরও তীব্র আকার ধারণ করে।

গোড়াই হাইওয়ে থানার সার্জেন্ট জুলহাস জানান, গতকাল রাতে মির্জাপুর বাইপাস ব্রিজের ওপর, জামুর্কী, ধেরুয়া রেলক্রসিং ও কালিয়াকৈরের ভোঢঘর নাম স্থানে কয়েকটি যানবাহন বিকল ও দুর্ঘটনার কবলে পড়ে। এর ফলে রাত থেকেই এই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, যানজটে আটকে পড়া হাজার হাজার গাড়ির দীর্ঘ সারি। মাঝে মাঝে গাড়ি চলাচল শুরু করলেও একটু পড়ে তা আবারও থেমে যায়। এসব যানবাহনের যাত্রীদের অনেককে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বিশেষ করে যানজটে আটকে পড়া যানবাহনে যেসব শিশু ও নারী রয়েছে তাদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। সকাল পৌনে ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত গাড়ির সারি লম্বাই ছিল।

সার্জেন্ট জুলহাস জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এমনিতেই মহাসড়কে যানবাহনের সংখ্যা বেশি। তার ওপর গাড়ি বিকল হওয়ায় যাত্রীদের এই দুর্ভোগে পড়তে হয়েছে।

তিনি বলেন, দুর্ঘটনার কবলে পড়া গাড়িগুলো সরিয়ে নেয়া হয়েছে। এর ফলে উত্তরের দিকের গাড়িগুলো আস্তে আস্তে আস্তে যেতে শুরু করলেও ঢাকাগামী গাড়িগুলো এখনো যানজটের কবলে আছে। আস্তে আস্তে এসব যানও চলাচল করবে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/প্রতিনিধি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :