নতুন ফোন আনছে মেইজু

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৩৬

২৭ ফেব্রুয়ারি থেকে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৭। তথ্যপ্রযুক্তির এই প্রদর্শনীতে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান মেইজু নতুন তিনটি ফোন অবমুক্ত করতে যাচ্ছে।

গুজব বলছে মেইজু এম৫এস ফোনটি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে অবমুক্ত করতে যাচ্ছে। এর আগে মেইজু এম৫ অবমুক্ত করে। এম৫এস ফোনটি সম্প্রতি চীনের বাজারে অবমুক্ত করা হয়। ফোনটিতে আছে ৫.২ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৭২০x১২৮০ পিক্সেল। এতে আছে অক্টাকোর মিডিয়াটেক প্রসেসর। র‌্যাম আছে ৩ জিবি। ফোনটি অ্যানড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেম চালিত। এর বিল্টইন মেমোরি ১২৮ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগ আছে।

ফোনটিতে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে। রিয়ারে এলইডি ফ্লাশগান আছে। সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। এর ব্যাটারি ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের। কানেকটিভিটি হিসেবে ফোনটিতে আছে ফোরজি, এলটিই, থ্রিজি, ওয়াইফাই, ব্লুটুথ এবং জিপিএস। এর আগে মেইজু এম৩ নোট ফোনটি চীনের বাজারে অবমুক্ত করে। দুইটি ভার্সনে ফোনটি পাওয়া যাচ্ছে। একটিতে আছে ২ জিবি র‌্যাম এবং ১৬ জিবি বিল্টইন মেমোরি। আরেকটি ভার্সনে আছে ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি বিল্টইন মেমোরি। উভয় ভার্সনের ফোনে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগ আছে।

এম৩ নোট ফোনটিতে আছে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের পিক্সেলের ঘনত্ব ১০৮০ পিক্সেল।

ফোনটি অ্যানড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত। সঙ্গে আছে মেইজুর নিজস্ব অপারেটিং সিস্টেম ফ্লেম ওএস। ফোনটিতে আছে ১.৮ গিগাহার্জের হেলিও পি১০ অক্টাকোর প্রসেসর।

ফোনটির রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। রিয়ার ক্যামেরায় অটোফোকাস প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলের।

কানেকটিভিটি হিসেবে ফোনটিতে আছে ফোরজি, এলটিই, থ্রিজি, ওয়াইফাই, জিপিএস, এনএফসি। এর ব্যাটারি ৪১০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :