ফেসবুকে প্রচার হওয়া বিবৃতি ভুয়া: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৫৯ | প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৫৯

কানাডার আদালতে একজনের রাজনৈতিক আশ্রয়ের আবেদন নাকচ করে দেয়া এক রায়ে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে প্রচার হওয়া বিবৃতিটি ভুয়া বলে জানিয়েছে দলটি। মির্জা ফখরুল এক বিবৃতিতে এই কথাটি বলেছেন।

কানাডাভিত্তিক অনলাইন বাংলা সংবাদপত্র নতুন দেশে প্রকাশিক একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপির সদস্য হওয়ার কারণে একজন বাংলাদেশির রাজনৈতিক আশ্রয়ের আবেদন নাকচ করে দিয়েছিলেন সে দেশের ইমিগ্রেশন কর্মকর্তা। এই আদেশের বিরুদ্ধে আপিল করেছিলেন ওই ব্যক্তি। আর জুডিশিয়াল রিভিউর আবেদন নিষ্পত্তি করতে বিচারক বলেন, বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন।

বাংলাদেশের গণমাধ্যমে এই সংবাদ প্রকাশের পরদিন বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই রায়ের পেছনে সরকারের হাত রয়েছে।

একই দিন বিএনপির প্যাডে মির্জা ফখরুলের সইসহ একটি বিবৃতি ছড়িয়ে পড়ে ফেসবুকে। ওই বিবৃতির ভাষা ছিল এমন- ‘কানাডার আদালত বাংলাদেশ এবং বিএনপির সাথে বাকশালী আচরণ শুরু করেছে। এটা কোনোভাবে বরদাশত করা হবে না। এই রায় অস্পষ্ট, উদ্দেশ্যপ্রণোদিত এবং কানাডার আদালত বিএনপিকে হেয় করার জন্য এই রায় দিয়েছে।’

ওই বিবৃতিতে বলা হয়, ‘কিছুদিন আগেও তারা পদ্মাসেতুতে কোনো দুর্নীতি হয়নি বলে রায় দিয়েছে। এই রায় প্রকৃতপক্ষে দেশে আওয়ামী লীগ সরকারকেই শক্তিশালী করেছে। পক্ষান্তরে এই রায়ের ফলে সর্বজন শ্রদ্ধেয় ডক্টর ইউনূসকে জাতির সামনে হেয় করা হয়েছে। আজকের এই রায়ের মাধ্যমে বিএনপির চরিত্রে কালিমা লেপন করা হয়েছে। আমি পরিস্কারভাবে বলতে চাই, বিএনপি সন্ত্রাসবাদী রাজনীতি থেকে বেরিয়ে এসেছে।’

ওই বিবৃতিতে এমনও বলা হয়, ‘কানাডিয়ান আদালত আবার এই রকম আচরণ করলে বিশ্বব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে।’

পরে মির্জা ফখরুল গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে বলেন, ‘কে বা কারা আমার নামে কানাডার আদালত কর্তৃক রায় সম্পর্কিত বিষয় নিয়ে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুক’-এ ভুয়া, বানোয়াট ও ভিত্তিহীন বিবৃতি পোস্ট করেছে। আমার ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্যই কোন চক্র এধরণের জালিয়াতির আশ্রয় নিয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘বিবৃতিটিতে আমার যে বক্তব্য দেয়া হয়েছে তা সম্পূর্ণরুপে অসত্য ও মিথ্যাচার। মিথ্যা বিবৃতির সাথে জড়িত জালিয়াত চক্রকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি।’

রিজভী যা বললেন

সকালে দলীয় কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনেও মির্জা ফখরুলের নামে ছড়ানো ভুয়া বিবৃতি নিয়ে কথা বলেন রিজভী। তিনি বলেন, ‘এটা শুধু মিথ্যাই নয়, অসত্য বানোয়াট এবং জালিয়াতি। যারা এই জালিয়াতি তৈরি করছেন, তারাই যারা কানাডার ইমিগ্রেশনের জন্য এক ব্যক্তিকে বিএনপির নেতা সাজিয়ে দরখাস্ত করেছে, বোগাস ইমিগ্রেশন অফিসারের মুখ দিয়ে বিএনপি সন্ত্রাসী কার্যকালাপ করছে- এমন কথা যারা বের করেছে।

রিজভী বলেন, মহাসচিবের নামে বা বিএনপি চেয়ারপারসনের নামে যে বিবৃতি যায়, সেগুলো আমি অথবা সহ দপ্তর সম্পাদকরা সাক্ষর করেন। মহাসচিবের বিবৃতি তিনি নিজেই সাক্ষর করেন, এটা কখনো হয়নি, এটা জালিয়াতি।’

ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :