যুক্তরাষ্ট্রে ভারতীয় প্রকৌশলীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:১৭ | প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:১২

যুক্তরাষ্ট্রের কানসাসের একটি বারে ভারতের এক প্রকৌশলীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন। মার্কিন নৌ বাহিনীর সাবেক এক কর্মকর্তা ‘আমার দেশ ছেড়ে চলে যাও’ বলে চিৎকার করতে করতে একের পর এক গুলি করেন।

শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, নিহত ৩২ বছর বয়সী শ্রীনিবাস কুচিভোতলা হায়দ্রবাদের বাসিন্দা। কানসাসের গার্মিন ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজ করতেন তিনি। বুধবার রাতে অলোক মাদাসানি নামের এক বন্ধুর সঙ্গে কানসাসের ওলাথের স্থানীয় এক পানশালায় গিয়েছিলেন শ্রীনিবাস। অলোকও পেশায় প্রকৌশলী।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই পানশালায় যান শ্রীনিবাস ও অলোক। হঠাৎই এক ব্যক্তি পানশালায় ঢুকে তাদের লক্ষ্য করে এলোপাথারি গুলি ছুড়তে শুরু করে। ‘মধ্যপ্রাচ্যের মানুষ আমার দেশ থেকে বেড়িয়ে যাও’ বলে বার বার চিৎকার করছিলেন ওই ব্যাক্তি।

মার্কিন নৌ বাহিনীর সাবেক কর্মকর্তা অ্যাডাম পুরিনটন

পুলিশ সূত্রে খবর, মার্কিন নৌ বাহিনীর সাবেক কর্মকর্তা অ্যাডাম পুরিনটন(৫১) নামে ওই ব্যক্তির ছোড়া গুলিতেই মৃত্যু হয় শ্রীনিবাসের। গুরুতর আহত হন অলোকও। তাদের বাঁচাতে এসে গুলিবিদ্ধ হন স্থানীয় বাসিন্দা ল্যান গ্রিলট(২৪)। আশঙ্কাজনক অবস্থায় অলোক ও গ্রিলটকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পাঁচ ঘন্টা পর মিসৌরি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় অ্যাডামকে। শ্রীনিবাসের দেহ ভারতে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় টুইট করে শ্রীনিবাসের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার পর থেকে অভিবাসীদের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটছে। নতুন অভিবাসন নীতি আদালতে ধাক্কা খেলেও পিছিয়ে আসার সম্ভাবনাই দেখা যাচ্ছে না ট্রাম্পের মধ্যে। এই ঘটনার সঙ্গে চলতি অভিবাসন বিতর্কের যোগ রয়েছে বলে মনে করছেন অনেকে।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে তীব্র ক্ষোভ মমতার

ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি 

ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে ১৩ রাজ্যের ৮৮ আসনে ভোটগ্রহণ শুক্রবার

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার করতে চায় আর্জেন্টিনা, কিন্তু কেন?

স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দায়িত্বপালন থেকে বিরত থাকবেন স্পেনের প্রধানমন্ত্রী 

ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র

ইসরায়েল-ইরান সংঘাত: সিরিয়া কি নতুন যুদ্ধক্ষেত্র হবে?

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিবে জ্যামাইকা

পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কা সফরে ইরানের প্রেসিডেন্ট

বিরল সফরে ইরানে উত্তর কোরিয়ার প্রতিনিধিদল

এই বিভাগের সব খবর

শিরোনাম :