রানা প্লাজা দুর্ঘটনায় দোষীদের শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)
 | প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৪৯

রানা প্লাজা ট্র্যাজেডির ঘটনায় ৪৬ মাসেও দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়ায় সাভারে বিধ্বস্ত রানা প্লাজার সামনে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত পরিবার ও শ্রমিক সংগঠন।

শুক্রবার বেলা ১১টায় বিধ্বস্ত রানা প্লাজার সামনে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির ব্যানারে বিভিন্ন দাবি সংবলিত ফেস্টুন হাতে এই কর্মসূচিতে অংশ নেয় তারা।

মানববন্ধন থেকে রানা প্লাজার ক্ষতিগ্রস্তরা জানান, রানা প্লাজা ট্র্যাজেডির ঘটনায় দীর্ঘ ৪৬ মাস পেরিয়ে গেলেও দোষী সোহেল রানা ও অন্যদের শাস্তি নিশ্চিত করতে পারেনি সরকার। তাই অবিলম্বে দোষীদের শাস্তি নিশ্চিতসহ শিল্প ও শ্রমিকের স্বার্থে বাঁচার মত মজুরি ও প্রকৃত ট্রেড ইউনিয়ন গঠনসহ শ্রমিকদের নিরাপত্তার জোর দাবি তোলেন।

মানববন্ধনে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সভাপতি তাসলিমা আক্তার লিজাসহ অন্যান্য শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/আইআই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :