ন্যামের মৃত্যু বিষাক্ত রাসায়নিক পদার্থে

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:১৮

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উনের সৎ ভাই কিম জং-ন্যামকে ‘ভিএক্স নার্ভ এজেন্ট’ নামে উচ্চ রাসায়নিক বিষক্রিয়ায় মারা গেছে বলে দাবি করেছে মালয়েশিয়া। খবর বিবিসির।

গত সপ্তাহে কুয়ালালামপুর বিমানবন্দরের চেক ইন হলে এক নারী পেছন থেকে জাপটে ধরে ন্যামের মুখে বিষাক্ত পদার্থ ছড়িয়ে দেন।

মালয়েশিয়ার বিষ বিজ্ঞান বিভাগ জানায়, ন্যাম ‘ভিএক্স নার্ভ এজেন্ট’ বিষাক্ত রাসায়নিক হামলার শিকার। জাতিসংঘের তালিকায় এই রাসায়নিক ‘গণবিধ্বংসী অস্ত্র’ হিসেবে চিহ্নিত।

ন‌্যামকে খুনের জন্য উত্তর কোরিয়ার সরকারকে ব্যাপকভাবে সন্দেহ করা হচ্ছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে উত্তর কোরিয়া কর্তৃপক্ষ।

শুক্রবার মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ আবু বকর জানান, ন্যামের চোখ ও মুখ থেকে সংগ্রহ করা নমুনাটি যে ‘ভিএক্স নার্ভ এজেন্ট’, সে বিষয়ে তাদের বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন। আরও কিছু নমুনা পরীক্ষা করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, গত ১৩ ফেব্রুয়ারি একজন নারীর মাধ্যমে কিম জং-ন্যাম বিষক্রিয়ায় আক্রান্ত হন। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং বমি করা শুরু করেন।

জাপানের ফুজি টেলিভিশন গত সপ্তাহে ওই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করে। সেখানে এক নারীকে পেছন থেকে ন্যামের মুখ পেঁচিয়ে ধরতে দেখা যায়। সঙ্গে সঙ্গে ন্যাম হুমড়ি খেয়ে পড়লে নারীটি দ্রুত হেঁটে বেরিয়ে যান। পরে হাসপাতালে মারা যান ন্যাম। ওই হত্যায় জড়িত সন্দেহে উত্তর কোরীয় নাগরিকসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার পুলিশ। এছাড়া আরও সাতজনকে খুঁজছে তারা।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

নির্বাচন করার জন্য অর্থ নেই, সরে দাড়ালেন ভারতীয় অর্থমন্ত্রী

সিরিয়ার আলেপ্পোতে ইসরায়েলি হামলায় নিহত ৩৮

দ. আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

এই বিভাগের সব খবর

শিরোনাম :