ভৈরবে ব্যাংক কর্মর্কতার বাসায় চুরি

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৩৩

কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের কেবি পাইলট হাই স্কুল সংলগ্ন জামে মসজিদ রোডে ব্যাংক কর্মর্কতা রাসেল আহমেদের বাসায় দুর্ধর্ষ চুরি হয়েছে।

ক্ষতিগ্রস্তরা দাবি করেন, চোরের দল বাসা থেকে দুটি স্টিলের আলমারি ভেঙে নগদ ১ লাখ টাকাসহ ১২ লাখ টাকা মূল্যের প্রায় ৩০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। এসময় বাসায় পরিবারের কেউ ছিল না বলে তারা জানান।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে শহরের ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকায়।

রাসেল আহমেদ আরাফাহ ব্যাংকের ঢাকা শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মকর্তা আছেন। পরিবার নিয়ে ঢাকার বাসায় থাকেন। রাসেল জানান, খালি বাসাটি ধুয়ামুছার জন্য একজন কাজের মেয়ে প্রতিদিন প্রতিবেশীর কাছ থেকে চাবি আনতেন। তিনি জানান, বৃহস্পতিবারও দিনে কাজের মেয়ে গোলাপী বেগম রুমটি পরিষ্কার করে গেছেন।

রাতে কেয়ারটেকার শাহজাহান দেখতে পায় রুমের দরজার লক খোলা রয়েছে। এসময় পরিবারের সদস্যদের ঘটনা জানিয়ে রুমে প্রবেশ করে দেখেন আলমামি ভাঙা এবং রুমের জিনিসপত্র তছনছ করা।

ঘটনাটি তাৎক্ষণিক পরিদর্শন করেন ভৈরব থানার পরির্দশক শরিফুল ইসলাম। তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনায় জড়িতদের ধরতে কাজ করছি।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :