রূপালী ব্যাংক ম্যানেজারের টাকা ‘আত্মসাতের’ ঘটনায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)
 | প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৩৭

ঢাকার সাভারে আশুলিয়ায় রূপালী ব্যাংক শাখা থেকে গ্রাহকের ১২ লাখ টাকা আত্মসাতের ঘটনায় ভুক্তভোগী ও এলাকাবাসীর মানববন্ধন।

শুক্রবার দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলস্থ আশুলিয়া প্রেসক্লাবের সামনে প্রায় দুই শতাধিক বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এই কর্মসূচিতে অংশ নেয়।

মানববন্ধন থেকে ভুক্তভোগী ইছামুদ্দিন মাদবর অভিযোগ করে বলেন, সেনানিবাস রূপালী ব্যাংক শাখায় কষ্টার্জিত বাড়ি নির্মাণের জন্য গচ্ছিত ১২ লাখ টাকা জাল স্বাক্ষরের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন ব্যাংকটির ম্যানেজার শহিদুল্লাহ। এ ঘটনায় তিনি আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করার পর দীর্ঘ দিন অতিবাহিত হলেও এখনও কোন তদন্ত হয়নি।

অপরদিকে ম্যানেজার নানাভাবে তাকে ভয়ভীতি প্রদর্শন করে আসছেন বলেও অভিযোগ তার।

এসময় ব্যাংক হিসাব থেকে গচ্ছিত টাকা উধাও হয়ে যাওয়ার ঘটনায় চরম উৎকণ্ঠা ও উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :