দুতার্তের কড়া সমালোচনাকারী সিনেটর গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩৩ | প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:২৮

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের মাদকবিরোধী যুদ্ধের কড়া সমালোচক সিনেটর লাইলা দে লিমাকে (৫৭) শুক্রবার দেশটির সিনেট থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে অভিযোগ, তিনি মাদক গডফাদারদের কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণ করেছেন।

পুলিশের কাছে গ্রেপ্তার হওয়ার আগে লিমা সাংবাদিকদের বলেন, ‘আমার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং আমি নিরাপরাধ।’ তিনি দুতার্তের ‘দমনপীড়নের’ বিরুদ্ধে সোচ্চার থাকারও অঙ্গীকার করেন। মাদক পাচারের অভিযোগ প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

সিনেটে তার কার্যালয়ের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি যে কারণে যুদ্ধ করছি তার জন্য যদি কারাবরণ করতে হয় তাহলে সেটা হবে আমার জন্য সম্মানের। আপনারা আমার জন্য দোয়া করবেন।’

তিনি বলেন, ‘আমি নির্দোষ। মাদক ব্যবসা থেকে সুবিধা নেয়ার অভিযোগ সত্য নয়।’

লিমা বলেন, ‘সত্য একদিন বের হয়ে আসবে। তারা আমাকে সত্য ও ন্যায়ের জন্য এবং দুতার্তে সরকারের গণহারে হত্যাকাণ্ড ও দমনপীড়নের বিরুদ্ধে যুদ্ধ থেকে নিবৃত্ত ও বিরত রাখতে পারবে না।’

বৃহস্পতিবার রাতে পুলিশ লিমাকে গ্রেপ্তারের জন্য তার বাড়িতে অভিযান চালানোর পর তিনি সিনেটে অবস্থান নেন।

সারারাত সিনেটে থাকার পর শুক্রবার সকালে সশস্ত্র পুলিশ কর্মকর্তাদের কাছে আত্মসমর্পণ করেন তিনি। এরপর তাকে পুলিশের একটি গাড়িতে করে পুলিশ সদরদপ্তরের দিকে নিয়ে যাওয়া হয়।

লিমা ও তার সমর্থকরা জোরালোভাবে দাবি করেছেন, তিনি নির্দোষ। তাদের অভিযোগ, দুর্তাতে সরকার ও তার মাদক যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র: বাসস ও বিবিসি

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :