কুমিল্লা নির্বাচনে কেউ পক্ষপাতিত্ব করবে না: ইসি

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৩০

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সব প্রার্থী সমান সুযোগ পাবে বলে নিশ্চয়তা দিয়েছেন নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী। তিনি বলেছেন, ‘নির্বাচন সুষ্ঠু করার ব্যপারে নির্বাচন সংশ্লিষ্টদের আমরা বলেছি, তারা যেন কোন পক্ষপাতিত্ব না করে।’

শুক্রবার দুপুরে কুমিল্লার আঞ্চলিক সার্ভার স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন এই নির্বাচন কমিশনার। তিনি বলেন, ‘যদি কোন পক্ষপাতিত্ব বা অনিয়মের তথ্য পাওয়া যায় তাহলে তদন্ত সাপেক্ষে নির্বাচন কমিশনের যে আইন আছে সে আইনে শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে কমিশন জিরো টলারেন্স মনোভাব পোষণ করবে।’

আগামী ৩০ মার্চকে ভোটের তারিখ ধরে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত ১৫ ফেব্রুয়ারি কে এম নুরুল হুদার নেতৃত্বে বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেয়ার পর কুমিল্লাতেই আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ভোটের লড়াই হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে গাইবান্ধার সুন্দরগঞ্জে সংসদীয় আসনের উপনির্বাচনে ভোট হবে। তবে দশম সংসদ নির্বাচন বর্জন করা বিএনপির এই নির্বাচনে আগ্রহ নেই।

৩০ মার্চ ভোট হবে সুনামগঞ্জে আওয়ামী লীগের প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শূন্য হওয়া আসনেও। তবে সেখানেও বিএনপির অংশ নেয়ার কোনো সম্ভাবনা নেই। তাই কুমিল্লা সিটি নির্বাচনের ভোটই নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ হিসেবেই দেখা হচ্ছে। কারণ এই ভোটে বিএনপি অংশ নিচ্ছে-সেটা এক অর্থে নিশ্চিত।

এই সিটিতে ২০১১ সালের নির্বাচনে বিএনপি নেতা মনিরুল হক সাক্কু সহজেই হারিয়েছিলেন আওয়ামী লীগ নেতা আফজল খানকে। এবারও সাক্কু বিএনপির মনোনয়ন পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে আওয়ামী লীগের মনোনয়ন এখনও চূড়ান্ত হয়নি।

নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ‘এই নির্বাচন পরিচালনার জন্য আমরা আমাদের নির্বাচনী কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা,সহকারী রিটার্নিং কর্মকর্তা, পোলিং এজেন্টসহ সবাইকে প্রশিক্ষণ দেব। তারা যেন সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে পারে সে জন্যই এই উদ্যোগ নেয়া হয়েছে।’

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন ম-ল ও সহাকারী রিটানির্ং কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/২৪ডিসেম্বর/প্রতিনিধি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :