ক্রিকইনফোর বর্সসেরা অভিষিক্ত ক্রিকেটার মিরাজ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ২২:০১ | প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৫৯

ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইসএসপিএন ক্রিকইনফোর বর্সসেরা অভিষিক্ত ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের তরুণ ক্রিকেটার মেহেদেী হাসান মিরাজ। পরপর দুই বছর বাংলাদেশের দুই ক্রিকেটার এই পুরস্কার জিতে নিলেন।

২০১৫ সালের বর্ষসেরা অভিষিক্ত খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। আর ২০১৬ সালের বর্ষেসেরা অভিষিক্ত খেলোয়াড় নির্বাচিত হলেন মেহেদী হাসান মিরাজ।

গত অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় মেহেদী হাসান মিরাজের। অভিষেক টেস্টে মিরাজ নেন সাতটি উইকেট। ওই ম্যাচে ২২ রানে হেরে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে মিরাজ নিয়েছিলেন ১২ উইকেট। এই ম্যাচটিতে ১০৮ রানের জয় পেয়েছিল বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম জয়।

এখন পর্যন্ত পাঁচটি টেস্ট ম্যাচ খেলে ২৫টি উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। আন্তর্জাতিক পর্যায়ে এখনও টেস্ট ছাড়া অন্য কোনও ফরম্যাটে খেলা হয়নি মেহেদী হাসান মিরাজের। টেস্টে তার বোলিং ইকোনোমি রেট ৩.২৮। আর বোলিং গড় ৩০.৪৮।

(ঢাকাটাইমস/২৪ ফেব্রুয়ারি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :