আজ তালাত মাহমুদের ৯৩তম জন্মদিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ২২:০৪

আজ উপমহাদেশের কিংবদন্তী সংগীতশিল্পী তালাত মাহমুদ এর ৯৩তম জন্মদিন। ১৯২৪ সালের এইদিন ভারতের মুম্বাই এ জন্মগ্রহণ করেন।

মুম্বইয়ে জন্মগ্রহণকারী বিখ্যাত ভারতীয় গজল ও আধুনিক সংগীতে পারদর্শী তালাত মাহমুদকে উপমহাদেশের অন্যতম সেরা পুরুষ শাস্ত্রীয়বিহীন ও অর্ধ-শাস্ত্রীয় গায়করূপে বিবেচনা করা হয়ে থাকে।

শিল্পী জীবনে অগণিত শ্রোতাদের হৃদয়-মন জয় করেছিলেন তালাত মাহমুদ। সহজাত প্রবৃত্তির গায়ক ছিলেন তিনি। প্রকৃত অর্থেই ভারতীয় নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে কিংবদন্তী হয়ে রয়েছেন তিনি। শুরুতে অবশ্য তিনি নিজেকে চলচ্চিত্র অভিনেতা হিসেবে উপস্থাপনের চেষ্টা চালিয়েছিলেন।

১৯৯২ সালে চলচ্চিত্রে তাঁর সুরের অপূর্ব ব্যবহার ও গজলে সবিশেষ দক্ষতার কারণে ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ পদকে ভূষিত হন। ১৯৫০ ও ১৯৬০-এর দশকে তাঁর গানগুলোয় উচ্চ সাহিত্যিক কথকতার প্রয়োগ ছিল ও শিল্প সমজদার ভারত উপমহাদেশে উর্দু, বাংলা ও হিন্দি গানেও সমান পারদর্শী ছিলেন তিনি।

সুদীর্ঘ সঙ্গীত জীবনে প্রায় আটশত গান গেয়েছেন তিনি। তালাত মাহমুদ আধুনিক অর্ধ-শাস্ত্রীয় ও শাস্ত্রীয়বিহীন গজলের প্রকৃত রচয়িতা ছিলেন। ফলে, সমসাময়িক অন্যান্য গজল গায়কদের উপর তাঁর বেশ প্রভাব পড়ে। এর ফলে মেহদী হাসান ও জগজিৎ সিংয়ের পাশে নিজেকে শামিল করেন। ১৯৫০-এর দশকে ভারত উপমহাদেশের জনপ্রিয় তিন পুরুষ গায়কের একজনরূপে নিজেকে প্রতিষ্ঠিত করেন। বাদ-বাকীরা হচ্ছেন মোহাম্মদ রফি ও মুকেশ।

তাঁরা তিনজন উপমহাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সর্বাধিক সময় দাপটে রাজত্ব কায়েম করেছিলেন। সহজাত প্রতিভার বিকাশ ঘটেছিল তাঁর গজলের মধ্যে। পঙ্কজ উদাস তাঁকে সর্বদাই শাহানশাহ-ই-গজল উপাধিতে সম্বোধন করতেন।

১৯৫৬ সালে পূর্ব আফ্রিকায় প্রথম ভারতীয় গায়ক হিসেবে বিদেশে অনুষ্ঠানে অংশগ্রহণের লক্ষ্যে ভ্রমণ করেছিলেন। এরপর মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ওয়েস্ট ইন্ডিজসহ বেশ কিছু দেশে যান। তালাত মাহমুদের গানগুলো বাংলাদেশেও বেশ জনপ্রিয়। ১৯৯৮ সালের ৯ মে তারিখে মৃত্যুবরণ করেন।

ঢাকাটাইমস/২৪ ফেব্রুয়ারি/এসএএফ/

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

২৩ এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস ঘোষণা

সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাইক’ পুরস্কৃত

এফডিসিতে সাংবাদিকদের মারধর: লজ্জিত রিয়াজ, জানিয়েছেন নিন্দা

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এফডিসির সামনে মানববন্ধন

ভারতে ‘পদ্মশ্রী’ পেলেন বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী বন্যা

শিশুশিল্পী উধাও, পুরস্কারের জন্য খুঁজছেন পরিচালক নূরুজ্জামান

সাংবাদিকদের মারধর: শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নির্বাচিত হয়েই হিন্দি সিনেমা আমদানির বিষয়ে হুঁশিয়ারি দিলেন ডিপজল

‘আম্মাজান’ সুপারহিট হওয়ার পরও কেন সিনেমা ছাড়লেন শবনম?

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ করে যা বললেন মিশা-ডিপজল

এই বিভাগের সব খবর

শিরোনাম :