নির্ধারিত সময়ের মধ্যেই সীমান্তে দেয়াল উঠবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:০৩ | প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:০০

মেক্সিকো সীমান্তে শিগগিরই দেয়াল নির্মাণ শুরুর ঘোষণা দিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার মেরিল্যান্ডে রক্ষণশীলদের নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে দেয়া ভাষণে ট্রাম্প নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কংগ্রেসে (সিপিএসি)-তে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের নাগরিকরাই হবেন প্রথম এবং একটা বৃহৎ সীমান্ত দেয়াল তোলা হবে। ট্রাম্পের ভাষায়, এটা হবে একটা ‘গ্রেট, গ্রেট বর্ডার ওয়াল।’এ সময় তার ভাষায় ‘খারাপ লোকদের’ যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ারও অঙ্গীকার করেন ট্রাম্প।

মেরিল্যান্ডে আয়োজিত ওই কংগ্রেসে দেয়া ওই ভাষণে ট্রাম্প বলেন, ‘আমরা দেয়াল নির্মাণ করছি। মূলত আমরা নির্ধারিত সময়ের আগেই খুব শিগগিরই কাজ শুরু করতে যাচ্ছি।’

ট্রাম্প বলেন, “বিদেশি সন্ত্রাসীরা যুক্তরাষ্ট্রকে আঘাত করতে সক্ষম হবে না।যদি তারা এদেশে প্রবেশ করতে না পারে।” ‘ইউএসএ, ইউএসএ, ইউএসএ’স্লোগান তুলে ট্রাম্পের বক্তব্যকে স্বাগত জানান সমর্থকরা।

২০১৬ সালে সিপিএসিতে যোগ দেননি ট্রাম্প। তবে তার আগের বছর ২০১৫ সালের কনফারেন্সে যোগ দেন তিনি।

শুক্রবার মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার ট্রাম্পের বক্তব্যের একদিন আগেই বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসনের এ সংক্রান্ত নীতি নিয়ে নিজেদের 'উদ্বেগ' ও 'বিরক্তি' কথা জানায় মেক্সিকো। দেশটিতে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে আলোচনায় মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী এই উদ্বেগ ও ক্ষোভ তুলে ধরেছেন। মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী লুইস ভিডেগারায় বলেন, তাদের প্রতি যুক্তরাষ্ট্রের নীতি গ্রহণযোগ্য নয়।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/জেএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

সকাল সকাল ভোট দিলেই মিলবে আইসক্রিম-চাউমিন! 

প্রথম নারী উপাচার্য পেল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়

ইউক্রেন-ইসরায়েলের জন্য ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ অনুমোদন দিলো মার্কিন সিনেট 

ঘুষ নেওয়ার অভিযোগে রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী আটক

লোহিত সাগরে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত অন্তত ৩৩

তীব্র গরমে বিশ্বব্যাপী বছরে ১৯ হাজার শ্রমজীবীর মৃত্যু

গাজা ইস্যুতে উত্তাল যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো 

ফের দফায় দফায় ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান

ইরানে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র নিজেরাই ধ্বংস করে ইসরায়েল!

মালদ্বীপে সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী চীনপন্থি প্রেসিডেন্ট মুইজ্জুর দল

এই বিভাগের সব খবর

শিরোনাম :