রিয়াদে ভাষাদিবস পালিত

আমীর চারু, রিয়াদ (সৌদি আরব)
 | প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:০৫

সৌদি আরবের রিয়াদের বাংলাদেশ দূতাবাসে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। গত একশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই কর্মসূচিতে দেশটিতে অবস্থানরত বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মী অংশ নেন।

সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। দূতাবাস কার্যলয়ে নির্মিত অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন- সৌদি আরবে অবস্থানরত আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, শ্যাডো সাংস্কৃতিক সংগঠন, সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

উপস্থিত বাঙালি কমিউনিটির লোকজনের উদ্দেশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপর দেয়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করে শোনান ইকোনোমিক কাউন্সেলর ড. মো. আবুল হাসান, শ্রম সচিব আসাদুজ্জামান, সচিব শফিকুল ইসলাম, ২য় সচিব মো. বশির।

রিয়াদ দূতাবাসের উপ-মিশন প্রধান ড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে কার্যালয় প্রধান মনিরুল ইসলামের সঞ্চালনায় সভায় অতিথি ছিলেন- দূতাবাসের ডিফেন্স এটাচি মো. শাহ্‌ আলম, ড. নিয়াজ মোহাম্মদ খান, সেলিম ভূঁইয়া, গোলাম মহিউদ্দিন, মো. জাকির হোসেন, কামরুজ্জামান কাজল, অধ্যক্ষ বজলুর রশিদ, রফিকুল হায়দার ভূঁইয়া, শহীদ মাদবর, ডা. মো. আনিসুজ্জামান, ড. মো. রেজাউল করিম, মোজ্জাম্মেল হক, আলী আজগর প্রমুখ।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :