প্যারিসে ‘অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব’র অভিষেক রবিবার

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:১৬

ইউরোপে সময়ের ব্যাবধানে বাংলাদেশি অভিবাসীদের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি সঙ্গত কারণে বাড়ছে বাংলাভাষী প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়া ও মিডিয়াকর্মীর সংখ্যা। আর ইউরোপের দেশে দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা এসব মিডিয়াকর্মীদের এক প্লাটফর্মে এনে এক পরিবারের বন্ধনে আবদ্ধ করার লক্ষ্যে গঠিত হয়েছে ‘অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব’। সংক্ষেপে আয়েবাপিসি।

রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ইউরোপের রাজধানী খ্যাত ভালোবাসার নগরী প্যারিসে হচ্ছে ইউরোপ প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের এ স্বপ্নের সংগঠন আয়েবাপিসির আনুষ্ঠানিক অভিষেক। প্যারিসের অন্যতম জনপ্রিয় হল SALLE LA INTANDU, METRO HOCHE-এ অনাড়ম্বর এ অভিষেক অনুষ্ঠিত হবে।

এতে ইউরোপের সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিরাও থাকবেন বলে আশা করছেন আয়েবাপিসি সংগঠনের নেতারা।

সংগঠনের সভাপতি মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক আবু তাহির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্যারিসসহ ইউরোপের সর্বস্তরের প্রবাসীদের এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এতে ঢাকাটাইমসের পক্ষে ইউরোপ ব্যুরো প্রধান কমরেড খোন্দকারও যোগ দিচ্ছেন।

(ঢাকাটাইমস/২৪ ফেব্রুয়ারি/সিকে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :