ভারতে পাচারকালে বেনাপোলে শিশুসহ আটক ১৮

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৫৪
ফাইল ছবি

ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল সীমান্ত থেকে নয় শিশু ও ছয় নারীসহ ১৮ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার ভোরে পুটখালী সীমান্ত থেকে তাদের আটক করা হয়। তবে পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীটি।

বিজিবি-২১ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল আরিফুর রহমান জানান, ভোরে পুটখালি সীমান্ত দিয়ে বেশ কয়েকজন বাংলাদেশিকে ভারতে পাচার করা হচ্ছে এমন খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। পরে সেখান থেকে শিশুসহ ১৮ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে নয় শিশু, ছয় নারী ও তিনজন পুরুষ আছেন। তাদের বাড়ি নড়াইল ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।

অভিযানে পাচারের সময় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। মামলার পর আটকদের বেনাপোল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :