শক্তপোক্ত ট্যাব

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১২:১২

শক্তপোক্ত একটি ট্যাব বাজারে ছেড়ার উদ্যোগ নিয়েছে ফ্রান্সের বহুজাতিক প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান আর্কোস। নতুন এই ট্যাবটির মডেল সাফির ১০১।

ট্যাবটিতে আছে ১০.১ ইঞ্চির আইপিএস ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১২৮০x৮০০ পিক্সেল। এতে আছে কোয়াডকোর মিডিয়াটেক কর্টেক্স এ৫৩ সিপিইউ। প্রসেসরের ক্লকস্পিড ১.৩ গিগাহার্জ। সঙ্গে আছে মালি-৭২০এমপি২ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। এর র‌্যাম ১ জিবি।

আর্কোসের ট্যাবটির বিশেষত্ব হচ্ছে এটি হাত থেকে পড়লেও ভাঙ্গবে না। কেননা, এতে ড্রপ রিসিসট্যান্ট বডি আছে। এটি পানিরোধী।

এতে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারেরর ব্যাটারি আছে।

শর্ক প্রুফ এই ট্যাবটির ডিসপ্লের সুরক্ষার জন্য প্রটেকশন আছে। ট্যাবটি জুন মাস থেকে বাজারে পাওয়া যাবে।

(ঢাকাটাইমস/২৫ ফেব্রুয়ারি/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :