অস্ট্রেলিয়া অলআউট ২৮৫, জিততে ভারতের চাই ৪৪১

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০৯ | প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৩৮

দীর্ঘদিন বাদে ভারতের মাটিতে কী টেস্ট জিততে চলেছে অজিরা? পুনেতে সেই সম্ভাবনাই উঁকি মারছে এবং সেটা বেশ ভালোমতোই। শনিবার ২৮৫ রানে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস গুটিয়ে গেলেও ৪৪১ রানে লিড নেয় তারা। মানে ভারতকে জিততে হলে ঐ বিশাল টার্গেট ডিঙাতে হবে।

ভারতের মাটিতে ভারতকে দেওয়া অস্ট্রেলিয়ার এটা তৃতীয় সর্বোচ্চ টার্গেট। এরআগের দুই বড় টার্গেট একবারও ডিঙাতে পারেনি ভারত।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করেছিল ২৬০। জবাবে মাত্র ১০৫ রানে গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস। ফলে প্রথম ইনিংসে ১৫৫ রানের লিড পায় সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৪৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে অস্ট্রেলিয়া।

৫৯ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক স্টিভ স্মিথ। শনিবার তৃতীয় দিনের সকালে সেঞ্চুরি হাঁকান তিনি। আউট হন ১০৯ রানে। স্মিথের দারুণ ব্যাটিংয়ে মনে করা হয়েছিল দ্বিতীয় ইনিংসে বেশ বড় স্কোরই গড়ে ফেলবে অজিরা।

কিন্তু নিয়মিত উইকেট পড়তে থাকায় ২৮৫ রানের বেশি করতে পারেননি সফরকারীরা। ভারতের পক্ষে অশ্বিন ৪টি, জাদেজা ৩টি , উমেশ যাদব ২ উইকেট নেন।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :