বাসচালকের যাবজ্জীবন

রবিবার থেকে খুলনা বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:০৩ | প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:১৩
ফাইল ছবি

সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের মামলায় বাসচালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার প্রতিবাদে খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে দক্ষিণাঞ্চল শ্রমিক ফেডারেশন। শনিবার দুপুরের সিদ্ধান্ত অনুযায়ী রবিবার থেকে ধর্মঘট পালন করবে তারা।

শ্রমিক সমিতি সংগঠনের সাধারণ সম্পাদক মতুর্জা হোসেন বলেন, বাসচালক জামিরকে অন্যায়ভাবে সাজা দেয়া হয়েছে। এর প্রতিবাদে আমরা অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছি। আগামীকাল থেকে আমাদের ধর্মঘট শুরু হবে।

মর্তুজা বলেন, ধর্মঘট পালন করতে খুলনা বিভাগের ১০ জেলার বাস, ট্রাক, মিনিবাসসহ সব ধরনের পরিবহন সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।

২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের শিবালয় উপজেলার শালজানা গ্রামে ‘কাগজের ফুল’ চলচ্চিত্রের দৃশ্যায়নের স্থান দেখে মাইক্রোবাসে করে ফেরার পথে বাসের সঙ্গে দুর্ঘটনায় প্রাণ হারান তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন। দুর্ঘটনায় মাসুদের স্ত্রীসহ আরও তিনজন আহত হন।

ওই ঘটনায় গত বুধবার চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এছাড়া রায়ে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ের আরও তিন মাসের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

এই রায়ের প্রতিবাদে গত চারদিন ধরে চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করছে চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক শ্রমিক ইউনিয়ন। এবার রায়ের প্রতিবাদে দক্ষিণাঞ্চলের ১০ জেলায় পরিবহন শ্রমিকরা ধর্মঘটের ডাক দিল।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :