নর্দান ইউনিভার্সিটির আইন অনুষদের গ্রাজুয়েশন সমাপনী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৪৬

নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ আইন অনুষদের এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি সমাপনী উপলক্ষে গ্রাজুয়েশন সমাপনী আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোট বার এসোসিয়েশনের প্রেসিডেন্ট এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন।

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ, উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, উপ-উপার্চায অধ্যাপক ড. আনোয়ারুল করিম, কোষাধ্যক্ষ মো. আনোয়ার হোসাইন ও রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) একতেদার আহমেদ সিদ্দিকী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্দান ইউনির্ভাসিটির আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এ ডব্লিউ এম আব্দুল হক।

অনুষ্ঠানের প্রধান অতিথি ইউসুফ হোসেন বলেন, আইনজীবীরা একটি জাতির সামাজিক প্রকৌশলী। আইনের ছাত্রছাত্রীদের আন্তর্জাতিক মানের আইন পেশায় নিয়োজিত হতে হবে এবং তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে সমাজে আইনের শাষন প্রতিষ্ঠা করতে হবে।

অনুষ্ঠান শেষে গ্রাজুয়েটদের মাঝে ডিগ্রি প্রদান করা হয়।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :