দেশের মাটিতে ভারতের লজ্জার হার

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০৭ | প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৫৫

এ লজ্জা রাখবে কোথায় বিরাট কোহলির ভারত? ১০৫ রানের পর ১০৭ রানে অলআউট! বিশ্বসেরা ব্যাটিংয়ের এ কী হাল! পুনেতে ৩৩৩ রানের লজ্জাজনক হার সঙ্গী হয়েছে ভারতের। আর পৌনে তিন দিনেই ভারতের মাটিতে ম্যাচ জিতে রীতিমত বিস্ময়ের সৃষ্টি করেছে অজিরা।

অস্ট্রেলিয়াকে ফাঁদে ফেলতে পুণেতে স্পিন স্বর্গ বানিয়ে রেখেছিল ভারত। বুমেরাং হলো ভারতের সেই কৌশল। উল্টো সেই স্পিনেই পুড়ে মরলো বিরাট কোহলির দল। অজি স্পিনে ঘায়েল হয়ে প্রথম ইনিংসে মাত্র ১০৫ রানে অল আউট বিশ্বখ্যাত ব্যাটিং। ব্যাটিং ধ্বস্ত চললো তাদের দ্বিতীয় ইনিংসেও। দুই স্পিনার ও’কিফ ও নাথান লায়নের ঘূর্ণিতে ৩৩.৫ ওভারে মাত্র ১০৭ রানে গুটিয়ে যান কোহলিরা।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করেছিল ২৬০ রান। জবাবে ভারত করেছিল ১০৫। প্রথম ইনিংসে ১৫৫ রানে এগিয়ে থাকে অস্ট্রেলিয়া। এরপর দ্বিতীয় ইনিংসে ২৮৫ রান করলে ভারতের সামনে টার্গেট দাঁড়ায় ৪৪১।

লাঞ্চের পর ব্যাট করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে স্বাগতিকরা।প্রথম ইনিংসে ৬ উইকেট পাওয়া সেই ও’কিফ এ বারও ত্রাস হয়ে উঠেন ভারতের। ছ’ ওভারের মধ্যে মুরলি বিজয় ২ রানে (ওকিফের বলে এলবিডব্লিউ) এবং লোকেশ রাহুল ১০ রান করে (লিয়ঁর বলে এলবিডব্লিউ) আউট হয়ে যান। দলের ৪৭ রানের মাথায় ওকিফের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন কোহালি (১৩)। ১৮ রান করে ওকিফের বলে বোল্ড হন রাহানেও। ওকিফের পরের ওভারেই ৮ রানে এলবিডব্লিউ অশ্বিন। এর পর ৫ রান করে ওকিফের বলে এলবিডব্লিউ ঋদ্ধিমান। ২৮.৩ ওভারে ভারতের রান দাঁড়ায় ৬ উইকেটে ৯৯। এর পর টি ব্রেক। ফের খেলা শুরু হতেই আউট হন পূজারা (৩১)। ওকিফের বলেই এলবিডব্লিউ। এর পর জাদেজা (৩) এবং ইশান্ত (০) ফিরে যান লায়নের বলে।

৩৩ ওভারের শেষে ভারতের রান ৯ উইকেটে ১০৩। ও’কিফ একাই ৬ উইকেট নিয়েছেন, এবারও দিয়েছেন ৩৫ রান। প্রথম ইনিংসেও ৩৫ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। ৫৩ রানে ৪ উইকেট লায়ন।

ম্যাচে মোট ৭০ রান দিয়ে ১২ উইকেট নিয়ে ভারতের মাটিতে নতুন নজীর সৃষ্টি করেছেন অজি লেগ স্পিনার ও’কিফ।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :