কিউইদের গুড়িয়ে দিল প্রোটিয়ারা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:১৯

নিজেরদের মাটিতে বিধ্বস্ত হলো দক্ষিণ আফ্রিকা।শনিবার ওয়েলিংটনে সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যাণ্ডকে ১৫৯ রানের বিরাট ব্যবধানে দিযেছে সফরকারী সাউথ আফ্রিকা।৫ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারী।

ওয়ালিংটনে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ২৭১ রান করে সফরকারীরা। অন্যদিকে ২৭২ রানের লক্ষ্যমাত্রায় খেলতে ৩২ ওভার দুই বলে ১১২ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা।

ওপেনার কুইন্ট ডি কক ৬৮ রান করে ৭০ বলে। আমলা করেন সাত রান। দ্বিতীয় উইকেট জুটিতে ডি কক ও ডু প্লেসিস করেন ৭৩ রান। সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৮৫ রান করেন অধিনায়ক ডি ভিলিয়ার্স। ডু প্লেসিস করেন ৩৬ এবং পার্নেল করেন ৩৫ রান। স্বাগতিকদের পক্ষে ৪০ রানে দুই উইকেট নেন গ্র্যান্ডহোম। সাউদি, স্যান্টনার, বোল্ট প্রত্যোকে এক উইকেট করে নেন।

২৭২ রানে লক্ষ্য মাত্রায় খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। তাদের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন গ্রান্ডহোম। অধিনায়ক কেন উইলিয়ামসন করেন ২৩ রান। টেইলর করেন ১৮ এবং নিশাম করেন ১৩ রান। এ চারজন ছাড়া স্বাগতিকদের কোন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পারেন নাই।

সফরকারীদের পক্ষে সর্বোচ্চ পাঁচ রানে তিন উইকেট নেন প্রিটোরিয়াস। রাবাদা, পার্নেল এবং ফেলুকওয়েয়ো দুইটি করে উইকেট। ইমরান তাহির নেন এক উইকেট। ৮৫ রান করে ম্যাচ সেরা হন অধিনায়ক ডি ভিলিয়ার্স।

(ঢাকাটাইমস/২৫ ফেব্রুয়ারি/টিএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বাংলাদেশের নতুন স্পিন কোচ কিংবদন্তি মুশতাক আহমেদ

পেনাল্টি নিতে খেলোয়াড়দের ধাক্কাধাক্কি, কড়া হুঁশিয়ারি কোচ পচেত্তিনোর

উইজডেনের বর্ষসেরার তালিকায় অস্ট্রেলিয়ার তিন ও ইংল্যান্ডের দুইজন

সার্বিয়ান ওপেনে ইরানি নারী তায়কোয়ান্দোদের ২ পদক

এগিয়ে থাকলেও পিএসজিকে সমীহ করছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ

অবসর ভেঙে তামিম ও মুশফিককে টি-টোয়েন্টি দলে ফেরানোর ব্যাপারে যা বললেন শান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বেশি প্রত্যাশা না রাখার অনুলোধ শান্তর!

উইজডেনের ‘লিডিং ক্রিকেটার’ কামিন্স ও ব্রান্ট

বেঙ্গালুরুর একাদশে না থাকার রহস্য ভাঙলেন ম্যাক্সওয়েল

তাসকিনের বিশ্রাম ও আইপিএল খেলতে না দেওয়া নিয়ে যা বলছে বিসিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :