ভৈরবে লেপ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৫৮
অ- অ+
ফাইল ছবি

ভৈরব শহরের লঞ্চঘাট এলাকা থেকে আলাউদ্দিন (৬৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় একজন লেপ-তোষক ব্যবসায়ী বলে জানা গেছে।

শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত আলাউদ্দিন সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সাচনা গ্রামের কমর উদ্দিনের ছেলে।

জানা গেছে, তিনদিন আগে আলাউদ্দিন বাড়ি থেকে বের হয়ে ঢাকায় যান। পরে শুক্রবার গাজীপুরের টংগী থেকে মালামাল নিয়ে রাতে ভৈরবে আসেন। স্থানীয় একটি ট্রান্সপোর্টে মাল রেখে লঞ্চঘাটে আসার সময় রাত ১১ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে পড়ে যান। এসময় তার নাকমুখে ফেনা বের হচ্ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

পরে লোকজন তার কাছে গিয়ে দেখতে পান তিনি মারা গেছেন। পরে সকালে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা শনিবার সকালে ভৈরবে ছুটে আসেন।

নিহতের ছেলে হাবিব জানান, আমার বাবা তিন দিন আগে বাড়ি থেকে ঢাকায় যান। শুক্রবার ফোনে তার সাথে কথা হয়। শনিবার বাড়িতে পৌঁছার কথা পরিবারকে জনিয়েছিলেন তিনি। কিন্তু আজ বাবার লাশ পেলাম।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেসুর রহমান জানান, এটি একটি দুর্ঘটনা মনে হচ্ছে। হৃদরোগে অক্রান্ত হয়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
রয়েল ক্লাবের সভাপতি হলেন জহির রায়হান 
‘সবার আগে বাংলাদেশ’ আয়োজিত কনসার্ট-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
উত্তরখানে বিপুল চোলাই মদসহ ম্যাক্সওয়েল গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা