এবার ট্রাম্পের কড়াকড়ির শিকার আলীর স্ত্রী-ছেলে

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:০০

যুক্তরাষ্ট্রে মুসলিম প্রবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘কড়াকড়ি’র শিকার হলেন কিংবদন্তির বক্সার মোহাম্মদ আলীর দ্বিতীয় স্ত্রী ও ছেলে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি বিমানবন্দরে তাদের আটকেছিলেন ইমিগ্রেশন কর্মকর্তারা। তারা মুসলিম কি না এই পরিচয় নিশ্চিত হতে তাদের জিজ্ঞাসাবাদ করা হয় সেখানে।

স্বামীর সঙ্গে ছবি দেখিয়ে স্ত্রী খলিলাহ কামাচো কিছু সময় পর ছাড়া পেলেও প্রায় দুই ঘণ্টা আটকে রাখা হয় যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় জন্মগ্রহণ করা মার্কিন পাসপোর্টধারী মোহাম্মদ আলী জুনিয়রকে (৪৪)।

আলী জুনিয়রের আইনজীবী ক্রিস মানচিনি মার্কিন সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান।

শনিবার এএফপির এ-সংক্রান্ত একটি খবরে বলা হয়, ৭ ফেব্রুয়ারি খলিলাহ কামাচো আলী, মোহাম্মদ আলী জুনিয়র এবং আলী জুনিয়রের বন্ধু আইনজীবী ক্রিস মানচিনি জ্যামাইকা থেকে ফ্লোরিডার ফোর্ট লরেডেল-হলিউড আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। আরবি নাম দেখে মোহাম্মদ আলীর স্ত্রী ও ছেলেকে অভিবাসন কর্মকর্তারা আটকান। স্বামীর সঙ্গে ছবি দেখিয়ে খলিলাহ কামাচো আলী ছাড়া পান।

ক্রিস মানচিনি জানান, কিন্তু আলী জুনিয়র তেমন ছবি দেখাতে না পারায় তাকে প্রায় দুই ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় বিমানবন্দরের কর্মকর্তারা তার কাছে বারবার জানতে চান, ‘তুমি কি মুসলিম?’ উত্তরে আলী জুনিয়র বলেন, বাবার মতো তিনিও মুসলমান।

যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন তারই প্রতিফলন দেখা গেছে আলীর পরিবারের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায়- এ কথা উল্লেখ করে মানচিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে কতজন মানুষের সঙ্গে এমনটা ঘটেছে তা খুঁজে বের করার চেষ্টা করছে আলী পরিবার। এ ধরনের হয়রানি বন্ধে আদালতে আবেদন করার চিন্তাভাবনা করছেন তারা।

তিনবারের বিশ্ব হেভিওয়েট বক্সিং শিরোপাধারী মোহাম্মদ আলী দীর্ঘদিন পারকিনসনস রোগে ভোগে গত বছরের ৩ জুন ৭৪ বছর বয়সে মারা যান।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/মোআ)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

রাফাহতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী: নেতানিয়াহু

নির্বাচন করার জন্য অর্থ নেই, সরে দাড়ালেন ভারতীয় অর্থমন্ত্রী

সিরিয়ার আলেপ্পোতে ইসরায়েলি হামলায় নিহত ৩৮

দ. আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

এই বিভাগের সব খবর

শিরোনাম :