‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি আ:লীগের অবদান’

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:২৩

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার ডেনমার্ক আওয়ামী লীগের উদ্যোগে রাজধানী কোপেনহেগেনে এক আলোচনা সভা হয়েছে। ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড.বিদ্যুৎ বড়ুয়ার সঞ্চালনায় বক্তারা বলেন, ভাষার প্রতি তার (খালেদা) সম্মানই নেই। শহীদ মিনার, একটি পবিত্র জায়গা। ওই শহীদ মিনারে বেদীমূলে বিএনপি নেত্রী তার দলবল নিয়ে উঠে দাঁড়িয়েছেন- যা শহীদদের প্রতি অসম্মান।

ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে বঙ্গবন্ধু যে নেতৃত্ব দিয়েছিলেন এবং আন্দোলনের সূত্রপাত ঘটিয়েছিলেন; ইতিহাস থেকে তা মুছে ফেলা হয়েছে।

তারা বলেন, যারা পাকিপ্রেমিক তারা ইতিহাস বিকৃত করে। আমাদের মধ্যেও অনেকে ইতিহাস বিকৃত করেছে। এই সব ইতিহাস বিকৃতিকারী অপশক্তিকে রুখতে হবে।

তারা আরো বলেন, আওয়ামী লীগের অর্জন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আওয়ামী লীগ সরকারের আমলেই ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে। আমাদের সবাইকে একুশের চেতনায় উজ্জীবিত হয়ে অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনকের সোনার বাংলা গড়তে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- জাহাঙ্গীর আলম, মোতালেব ভূঁইয়া, হিল্লোল বড়ুয়া, যুবলীগ সভাপতি আমির জীবন, ছাত্রলীগ সভাপতি ইফতেখার সম্রাট প্রমুখ।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :