টঙ্গীতে কোমলমতি শিক্ষার্থীদের ভোট উৎসব

ইফতেখার রায়হান, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
 | প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪৪

গাজীপুরের টঙ্গী আউচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এ নির্বাচনে অংশ নেয়।

স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন উপলক্ষে স্কুলে ছিল সাজ সাজ রব। সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে কোমলমতি শিশুরা।

নির্বাচন অবাধ, নিরপেক্ষ করতে প্রিজাইডিং, পোলিং কর্মকর্তাসহ স্কুলের প্রধান শিক্ষক ফৌজিয়া খানম চৌধুরী, সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদোস লাবনী ও শারমিন নাহার নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে মো. আলামিন ১৩৪ ভোট ও তার সহযোগী সুমি ১২৬ ভোট পেয়ে স্বাস্থ্য মন্ত্রী, মো. বিল্লাল ১৩২ ভোট ও তার সহযোগী মানিক ১১৪ ভোট পেয়ে ক্রীড়া মন্ত্রী, ওয়াকিয়া ১৩২ ভোট পেয়ে আপ্যায় মন্ত্রী, মো. বদিউজ্জামান আসাদ ১০৭ ভোট পেয়ে পরিবেশ সংরক্ষণ মন্ত্রী, তাকবীর ১৩২ ভোট ও তার সহযোগী নিয়ন ১২৮ ভোট এবং সুমা ১০৪ ভোট পেয়ে বৃক্ষরোপন ও বাগান তৈরি মন্ত্রী, মো. হোসেন ১২৫ ভোট পেয়ে পানিসম্পদ মন্ত্রী ও সুফিয়া ৯০ ভোট পেয়ে পুস্তক ও লিখন সামগ্রী মন্ত্রী নির্বাচিত হয়েছে।

নির্বাচন সম্পর্কে স্কুলের প্রধান শিক্ষক ফৌজিয়া খানম চৌধুরী ঢাকাটাইমসকে বলেন, গত ২৩ ফেব্রুয়ারি সারাদেশে প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। সেদিন আমাদের স্কুলের পরীক্ষা থাকায় নির্বাচন হয়নি। তাই আজকে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে কোমলমতি শিক্ষার্থীদের মনের মধ্যে অন্যরকম এক আনন্দ দেখা গেছে। এ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে একটি গণতান্ত্রিক মূল্যবোধ তৈরি হবে।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :