সিনিয়র সচিব হলেন শহিদুল হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৫৩

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মোহাম্মদ শহিদুল হককে সিনিয়র সচিব করা হয়েছে। তার বর্তমান চুক্তি বাতিল করে বেতনস্কেল ২০১৫ অনুযায়ী সিনিয়র সচিব হিসেবে ১৩ নভেম্বর ২০১৭ তারিখ পর্যন্ত চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। তার বর্তমান কর্মস্থল আইন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় রবিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বলে সোমবার সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে।

মোহাম্মদ শহিদুল হক ১৩ নভেম্বর ১৯৫৫ তারিখে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে সম্মানসহ মাস্টার্স ডিগ্রি অর্জনের পর ৮২’ সালের নিয়মিত ব্যাচ-এ তদানীন্তন বিসিএস (বিচার) ক্যাডারের কর্মকর্তা হিসেবে মুন্সেফ পদে যোগদান করেন। তিনি বিভিন্ন কর্মস্থলে মুন্সেফ, সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, সাব-জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৮ সালের জুন মাসে উপ-সচিব (ড্রাফটিং) হিসেবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে যোগদানের পর ২০০০ সালে জেলা জজ পদে পদোন্নতি লাভ করেন। এছাড়াও তিনি ২০০০ সালে যুগ্ম-সচিব (ড্রাফটিং) এবং ২০০৮ সালে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হন।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :