শ্রীলঙ্কায় প্রিজন বাসে গুলি, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৫৮ | প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৫৬

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে সোমবার সকালে একটি প্রিজন বাসে সন্ত্রীরা গুলি চালিয়ে পাঁচ বন্দী এবং দুজন সশস্ত্র নিরাপত্তা রক্ষীকে হত্যা করেছে। গত কয়েক দশকে শ্রীলঙ্কায় এ ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটতে দেখা যায়নি। খবর এনডিটিভির।

পুলিশ জানায়, কয়েদিদের বহনকারী বাসটি আদালতের শুনানিতে অংশ নিতে রওয়ানা হয়েছিল। জঙ্গল এলাকা দিয়ে যাওয়ার সময় দিনদুপুরেই গুলি চালায় বন্দুকধারীরা। এ সময় চারজন নিরাপত্তা রক্ষী গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এক বিবৃতিতে পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে, আন্ডারওয়ার্ল্ডের দুই ক্যাডার বাহিনীর শত্রুতার কারণেই এ ধরনের হামলার ঘটনা ঘটেছে। হামলার তদন্ত চলছে।

গত বছরের মার্চে রাজধানীতে একটি প্রিজন বাসে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে একজন শীর্ষ সন্ত্রাসী মারাত্মকভাবে আহত হন। ঐ দিন দুটি পৃথক হামলার ঘটনায় ছয়জন নিহত হয়। তারপর থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

সোমবারের প্রিজন বাসে হামলার ঘটনা সম্পর্কে পুলিশ জানায়, স্মরণকালে শ্রীলঙ্কায় এমন সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেনি।

দেশটির ৩৭ বছরের জাতিগত যুদ্ধের অবসানের আট বছর পর স্বয়ংক্রিয় অস্ত্রশস্ত্র এখন সহজেই পাওয়া যায়।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :