সুরঞ্জিত ছিলেন আমাদের শিক্ষক: আশরাফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৫৫ | প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ২১:১০

প্রয়াত প্রবীণ পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্তকে সংসদীয় কাজে নিজের শিক্ষক হিসেবে অভিহিত করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেছেন, ছিয়ানব্বই সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন, আমরা অনেকে প্রথম সংসদ সদস্য হয়েছিলাম। সে সময় একদিন আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী বলেছিলেন, আমরা যেন তার (সুরঞ্জিত) থেকে সংসদীয় কাজ শিখি, তিনি যেন শেখান।’

সোমবার জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে সুরঞ্জিত সেনগুপ্তের এক স্মরণসভায় এ কথা বলেন আশরাফ। সুনামগঞ্জ সমিতি, ঢাকা এ স্মরণসভার আয়োজন করে।

সৈয়দ আশরাফ বলেন, ‘কিভাবে বাজেট বক্তব্য দিতে হয়, কিভাবে পয়েন্ট অব অর্ডার তুলতে হয়, কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে প্রশ্ন জমা দিতে হয়, কিভাবে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করতে হয়- এগুলো আমরা তার কাছ থেকেই শিখেছি। এত বড় মানুষ, এত জ্ঞান, আমার মনে হয় না আর কেউ আসবেন।’

সুনামগঞ্জের বাসিন্দা সুরঞ্জিত সেনগুপ্তের সঙ্গে নিজের অনেক মিল উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা উভয়েই ভাটি বাংলার মানুষ। সুনামগঞ্জ-কিশোরগঞ্জ উভয়টি ভাটি বাংলা। আমাদের উচ্চারণ প্রায় এক, আমাদের জীবন জীবিকাও প্রায় একই ধরনের। উনি সেটা অনুভব করতেন, তাই ছেলেকে বিয়ে করালেন কিশোরগঞ্জে।’

স্মরণসভায় সুনামগঞ্জ সমিতির সভাপতি আকবর হোসেন মনজুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্ত, সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, পীর ফজলুর রহমান মেসবাহ ও শামসুন নাহার বেগম প্রমুখ।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/টিএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে: ওবায়দুল কাদের

প্রতিমা পোড়ানোর মিথ্যা অভিযোগে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দিতে হবে: ছাত্রশিবির সভাপতি

আল্লামা ইকবালের ৮৫তম মৃত্যুবার্ষিকীতে মুসলিম লীগের আলোচনা সভা

সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদ জানাল রাষ্ট্র সংস্কার আন্দোলন

ভারতীয় পণ্য বর্জন চলবে: ফারুক

এই বিভাগের সব খবর

শিরোনাম :