জমাদিউস সানি মাস শুরু বুধবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ২১:২২ | প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ২১:১৮

আগামী ১ মার্চ বুধবার থেকে পবিত্র জমাদিউস সানি মাস গণনা শুরু হবে।

বাংলাদেশের আকাশে কোথাও সোমবার পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে পবিত্র জমাদিউল আউয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে।

আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রনালয়য়ের যুগ্ম সচিব মো. হাফিজুর রহমান।

সভায় অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মোহাম্মদ ইসতিয়াক হোসেন, তথ্য মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব মো. আবুল কালাম আজাদ, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. শাফায়াত মাহবুব চৌধুরী, ঢাকা জেলার এডিসি মো. মজিবর রহমান, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ প্রফেসর সিরাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন) মো. শাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

জমাদিউস সানি মাসের পরই শুরু হচ্ছে রজব মাস। এই মাস থেকেই শুরু হয়ে যাবে পবিত্র রমজানের কাউন্টডাউন। এজন্য জমাদিউস সানি মাস থেকেই রমজানের আবহ লক্ষ্য করা যায়।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

ইসলাম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :