মির্জাপুরে ডাকাতির প্রস্তুতিকালে কাউন্সিলরের ছোট ভাইসহ গ্রেপ্তার ৮

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ২১:২২

টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতির প্রস্তুতিকালে মির্জাপুর পৌরসভার কাউন্সিলর শহিদুর রহমান শিপনের ছোট ভাই আরশেদ আলীসহ ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলা সদরের পোষ্টকামুরী চড়পাড়া নামক স্থানে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আরশেদ আলী উপজেলা সদরের বাওয়ার কুমারজানী গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর শিপনের ছোট ভাই। প্রায় এক বছর আগে কাউন্সিলর শিপনকে ইয়াবা ও কথিত স্ত্রীসহ কোনাবাড়ী এলাকা থেকে গাজীপুর সদর থানা পুলিশ গ্রেপ্তার করেছিল। সেই মামলায় তিনি বর্তমানে জামিনে রয়েছেন।

ডাকাত দলের অন্য সদস্যরা হলেন- সদরের ইউনিয়ন পাড়া এলাকার আব্বাছ মিয়ার ছেলে লাভলু মিয়া, পোষ্টকামুরী গ্রামের হাবিবুর রহমান সল্টুর ছেলে মো. শাহিন মিয়া, সমেজ মিয়ার ছেলে ছোবহান, হবি শিকদারের ছেলে সোহেল, গোড়াই ইউনিয়নে গন্ধব্যপাড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে আলমগীর, মুসা মিয়ার ছেলে লিটন ও দেলদুয়ার উপজেলার পরেশ শীলের ছেলে প্রকাশ শীল।

পুলিশ জানায়, রবিবার রাতে ডাকাতদলের সদস্যরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পোষ্টকামুরী চড়পাড়া নামক স্থানে যানবাহনে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছিল। গোপন সংবাদের ভিত্তি মির্জাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :