‘মাদক ও জঙ্গিবাদ থেকে দূরে রাখতে ক্রীড়ার বিকল্প নেই’

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৩৪

ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি আবুল কালাম সিদ্দিকী বলেছেন, দেশের যুব সমাজকে মাদক ও জঙ্গিবাদ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।

তিনি বলেন, আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার বাধা হলো- মাদক ও জঙ্গিবাদ। সরকার এই দুইটি বিষয়ে সর্বোচ্চ সর্তক রয়েছে।

সোমবার বিকালে ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।

ফরিদপুরের পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, পরিবারের পরেই শিক্ষকরা পারেন আমাদের প্রজন্মকে মাদক ও জঙ্গিবাদ থেকে ফিরিয়ে সুষ্ঠু সমাজ ব্যবস্থা গঠনে ভূমিকা রাখতে।

অনুষ্ঠানে আরো ছিলেন- ফরিদপুরের জেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন মৃধা, ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, রাজবাড়ীর পুলিশ সুপার সালমা বেগম, ফরিদপুর হাইওয়ে পুলিশ সুপার সাজিদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, আমিনুর রহমান, প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল প্রমুখ।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :