জগন্নাথে সমাজকর্ম বিভাগের দ্বাদশ ব্যাচের নবীনবরণ

জবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৫৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের উদ্যোগে নিজ বিভাগের দ্বাদশ ব্যাচের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিলেন এই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

সোমবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। তিনি বলেন, ‘সমাজের বিভিন্ন ধরনের সমস্যা সমাধানে এ বিভাগের শিক্ষার্থীরা নেতৃত্ব দিতে পারে। প্রাতিষ্ঠানিক শিক্ষা কাজে লাগিয়ে এ ধরনের কাজে তারাই এগিয়ে থাকবে। সমস্যা সমাধানের জন্য গবেষণার মাধ্যমে নতুন নতুন কৌশল সৃষ্টি করতে হবে। সামাজিক মূল্যবোধ বিচার করে বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিভিন্ন সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করতে হবে। এভাবেই শিক্ষার্থীরা দক্ষ কর্মী হিসেবে গড়ে উঠবে।’

সামজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নবীনবরণ কমিটির আহ্বায়ক ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ আব্দুল বাকী, বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিভাগীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

জবিতে অবন্তিকার আত্মহত্যার ঘটনায় মহিলা পরিষদের প্রতিবাদ সমাবেশ

অবন্তিকার আত্মহত্যা: এবার প্রশাসনকে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা

চবি উপাচার্য হলেন অধ্যাপক আবু তাহের

জবি শিক্ষার্থী মীমের অভিযোগের তদন্ত চলছে: ডিবি প্রধান

স্বামীর সঙ্গে মনোমালিন্যে ববি ছাত্রীর আত্মহত্যা

দাবি না মানায় সাত দিনের ক্লাস বর্জন কুবি শিক্ষক সমিতির

বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

নতুন রূপে সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রিয় লাইব্রেরি

জাপানের সুমিতমো করপোরেশন বৃত্তি পেলেন ঢাবির ৪০ শিক্ষার্থী

অবন্তিকার আত্মহত্যায় জড়িতদের শাস্তির দাবিতে জবিতে মানববন্ধন 

এই বিভাগের সব খবর

শিরোনাম :