লালমনিরহাটে জনগণের মুখোমুখি সরকারি কর্মকর্তারা

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৫৬

বিভিন্ন সরকারি দপ্তরের সেবা পেতে হয়রানি ও দুর্নীতির বিষয়ে লালমনিরহাটে সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাধারণ মানুষের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। জেলার পাটগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন দুদক সোমবার দিনব্যাপী ওই গণশুনানির আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন- দুদক কমিশনার ড. নাসির উদ্দিন আহম্মেদ। ওই গণশুনানি অনুষ্ঠানে বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তারা দুর্নীতি ও হয়রানির বিষয়ে সাধারণ মানুষের প্রশ্নের উত্তর দেন।

শুনানির আগে আলোচনা সভায় বক্তব্য রাখেন- দুর্নীতি দমন কমিশানের পরিচালক মনিরুল ইসলাম, লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ আলাউদ্দিন খান, দুদকের রাজশাহী বিভাগের পরিচালক আব্দুল আজিজ ভুইয়া, উপ-পরিচালক মোজাহার আলী, পুলিশ সুপার এসএম রশিদুল হক, পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম ও হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ এনামুল কবির।

এর আগে দুর্নীতিবিরোধী একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলা শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় সরকারি কর্মকর্তাসহ সকল শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :