রাজবাড়ী থেকে অপহৃত স্কুলছাত্রী মানিকগঞ্জে উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ২২:০৮
অ- অ+

মানিকগঞ্জের সদর উপজেলার লেবুবাড়ী থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। রবিবার রাত ১টার দিকে রাজবাড়ী থেকে অপহৃত এই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারী পিতা-পুত্রকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলো- রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রামের হানিফ মিয়া ও তার ছেলে সুজন মিয়া।

পুলিশ জানায়, উদ্ধারকৃত স্কুলছাত্রীর বাড়িও বাগমারা গ্রামে। সে বাগমারার পাশের মর্জৎকোল হাইস্কুলের ১০ম শ্রেণীর ছাত্রী। একই স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র সুজন মিয়া স্কুলে আসা-যাওয়ার পথে ওই ছাত্রীকে উত্যক্ত করাসহ প্রেমের প্রস্তাব দিলে সে তা প্রত্যাখ্যান করে। পরে সুজন মিয়ার পিতা হানিফ মিয়া ওই ছাত্রীর অভিভাবকদের নিকট সুজন মিয়ার বিয়ের প্রস্তাব দিলে তারাও প্রত্যাখ্যান করেন। এতে ক্ষুব্ধ হয়ে তারা গত ১১ জানুয়ারি বিকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে হানিফ মিয়া ও সুজন মিয়ার বিরুদ্ধে মামলা করেন। গোপন সংবাদে রাজবাড়ী সদর থানার পুলিশ মানিকগঞ্জ জেলা সদরের লেবুখালী গ্রামে অভিযান চালিয়ে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করাসহ পিতা-পুত্র হানিফ মিয়া ও সুজন মিয়াকে গ্রেপ্তার করে।

এদিকে ওই স্কুলছাত্রী সোমবার বিকালে আদালতে জবানবন্দি দিয়েছে।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
রয়েল ক্লাবের সভাপতি হলেন জহির রায়হান 
‘সবার আগে বাংলাদেশ’ আয়োজিত কনসার্ট-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
উত্তরখানে বিপুল চোলাই মদসহ ম্যাক্সওয়েল গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা