খাগড়াছড়িতে কলেজছাত্রীর লাশ উদ্ধার
খাগড়াছড়ি জেলা সদরের আরামবাগ এলাকা থেকে ইতি চাকমা নামে এক কলেজছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ইতি চাকমা দীঘিনালা উপজেলার কৃপা রঞ্জন কার্বারী পাড়ার অন্তরেন্দু চাকমার মেয়ে। তিনি খাগড়াছড়ি সরকারি কলেজে পড়াশোনা করতেন।
খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মাসুদ হান্নান জানান, রাত ১০টার দিকে সংবাদ পেয়ে পুলিশ খাগড়াছড়ি জেলা শহরের আরামবাগ এলাকায় অটল চাকমার ভাড়া বাসা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। অটল চাকমা নিহত ইতি চাকমার বোনের জামাই। তিনি তার বাসায় থেকে খাগড়াছড়ি সরকারি কলেজে পড়াশোনা করতেন।
নিহতের বোনের জামাই জেলা বিএনপির নেতা অটল চাকমা জানান, বাসা খালি ছিল। এ সময় কে বা কারা ধারালো অস্ত্রের মাধ্যমে ইতি চাকমাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়।
এ হত্যার তদন্ত চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন