কুমিল্লায় বিএনপি ঐক্যবদ্ধ: সাক্কু

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:২৩
অ- অ+

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে (কুসিক) মেয়র পদে তাকে মনোনয়ন দেয়ায় বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। তিনি বলেছেন, কুমিল্লায় বিএনপি ঐক্যবদ্ধ। এখানে কোনো দলাদলি নেই।

মঙ্গলবার দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন সাক্কু।

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মনিরুল হক সাক্কু। দলের মনোনয়ন পেয়ে কুমিল্লা ফিরেই সাংবাদিকদের নিজের প্রতিক্রিয়া জানান তিনি।

কুমিল্লা বিএনপিতে অতীতে দলাদলি থাকলেও এখন আর তা নেই দাবি করে সাক্কু বলেন, বেগম খালেদা জিয়া সব দলাদলি মিটিয়ে দিয়েছেন। কুমিল্লা বিএনপি এখন ঐক্যবদ্ধ।

কুসিকের গত নির্বাচনে স্বতন্ত্র প্রাার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিগত বছর বিএনপি কুসিক নির্বাচনে অংশ নেয়নি। তাই দল থেকে অব্যাহতি নিয়ে নির্বাচন করেছি, কারণ জনগণের সাথে থাকতে হবে। এবার দল মনোনয়ন দেয়ায় আমি দলের প্রতি কৃতজ্ঞ।’

২০১২ সালের ৫ জানুয়ারি কুসিকের প্রথম নির্বাচনে মনিরুল হক সাক্কু স্বতন্ত্র প্রার্থী হয়ে আওয়ামী লীগের প্রার্থী আফজল খানকে পরাজিত করে মেয়র নির্বাাচিত হন। গত ৮ ফেব্রুয়ারি মেয়াদ শেষে প্রশাসকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন সাক্কুু।

এদিকে আসন্ন কুসিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা সোমবার সন্ধ্যায় নগরীর টাউন হলে সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের সঙ্গে দেখা করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে নৌকা দিয়েছেন, আমি ফুল বাহার চাচার দোয়া নিতে এসেছি।’

কী আলাপ হয়েছে জানতে চাইলে সীমা বলেন, ‘তিনি (বাহার) বলেছেন, দোয়া ছাড়া আমাকে আর কিছু দিতে পারবেন না তিনি।’

পরে এমপি বাহার সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনবিধি অনুযায়ী আমি প্রচারণা চালাতে পারব না। এ জন্য বলেছি আমি তাকে (সীমা) দোয়া করেছি। সে যেন বিজয়ী হয়।’ তিনি আরো বলেন, ‘তাদের (সীমা) সব সময় মনোনয়ন-ভাগ্য ভালো।’

কুমিল্লা আওয়ামী লীগে সীমার বাবা অধ্যক্ষ আফজল খান ও এমপি বাহারের বিরোধ দীর্ঘদিনের পুরনো।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/মোআ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘সবার আগে বাংলাদেশ’ আয়োজিত কনসার্ট-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
উত্তরখানে বিপুল চোলাই মদসহ ম্যাক্সওয়েল গ্রেপ্তার
কাকরাইলে র‍্যাব পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতি, গ্রেপ্তার ৫
একাত্তরকে ভুলে গেলে চলবে না: মির্জা ফখরুল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা