তিন ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:০৭

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালত অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে। উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া নসিব এবং বাসাইল ইউনিয়নর মামুন ও হামিদ ব্রিকফিল্ড নামে তিনটি ইটভাটার মালিকের প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছে আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তার সাথে ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সজিব কুমার ঘোষসহ সিরাজদিখান থানা পুলিশ ও জেলা রিজার্ভ পুলিশের একটি দল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম জানান, সরকারি লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না থাকায় তিনটি ইটভাটার প্রত্যেক মালিককে ১ লাখ টাকা করে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :