খুলনায় মাদক মামলায় পু‌লিশ সদস্যের যাবজ্জীবন

খুলনা ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:২৭

খুলনায় মাদক মামলায় মো: জা‌হিদুল ইসলাম খান (৩২) নামে সাবেক এক পু‌লিশ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দি‌য়ে‌ছে আদালত।

মঙ্গলবার বি‌কেল সা‌ড়ে ৩টার দি‌কে খুলনার জন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুনা‌লের বিচারক এস এম সোলায়মান এ রায় ঘোষণা ক‌রে‌ন।

এসময় আসামি কাঠগড়ায় উপ‌স্থিত ছি‌লেন। সাজাপ্রাপ্ত জাহিদুল বা‌গেরহাট জেলার শরন‌খোলা উপ‌জেলার সাউথখালী এলাকার আলী আজগার খা‌নের ছে‌লে।

মামলার সং‌ক্ষিপ্ত বিবরণী থেকে জানা গে‌ছে, ২০১৩ সা‌লের ১৫মে খুলনার ডুমু‌রিয়া থানা‌ধিন খুলনা সাতক্ষীরা মহাসড়‌কে রাত ১১টার দি‌কে এক‌টি মোটরসাই‌কে‌লে ৫০ বোতল ফে‌নসিডিলসহ পুলিশ সদস্য মো: জা‌হিদুল ইসলাম খান (৩২) আটক করা হয়।

ওই সময় তিনি খুলনা মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের সদর থানায় কর্মরত ছিলেন (কং নং ৬৬০৯)।

এঘটনায় ডুমু‌রিয়া থানার সহকারীউপপরির্শক কামরুল ইসলাম বাদী হ‌য়ে মাদক ‌আইনে মামলা দা‌য়ের ক‌রেন, যার নং ১৬।

তদন্ত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক মহা‌সিন হো‌সেন একই বছরের ১৬ জুন আদাল‌তে চার্জ‌শিট দা‌খিল ক‌রেন।

স্বাক্ষ্য প্রমা‌ণের ভি‌ত্তি‌তে দোষী সাব্যস্ত হওয়ায় আজ আদাল‌তে জাহিদুলকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয় হয়।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :