নেত্রকোণায় পুলিশ ওপর হামলা: আ.লীগের বিক্ষোভ

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪৬

নেত্রকোণার কেন্দুয়ায় ছাত্রদলের সমাবেশ আয়োজন থেকে বিএনপি, জামায়াত-শিবিরের হামলায় ১৩ পুলিশ আহতসহ একটি স্কুলঘরের ভেতরে পুলিশ পুড়িয়ে মারার চেষ্টার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে কেন্দুয়া পৌর শহর।

মঙ্গলবার সকাল থেকে বিকাল নাগাদ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো শহরে দফায় দফায় বিক্ষোভ করে। পরে শহরের সাবেরুন্নেছা বালিকা বিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- কেন্দুয়া পৌর মেয়র আসাদুল হক, আওয়ামী লীগ নেতা আব্দুল কাদির ভুইয়া, কামরুল ইসলাম ভুইয়াসহ অন্যরা।

২৩ ফেব্রুয়ারি দুপুরে বিদ্যালয় মাঠে প্রশাসনের অনুমতিহীন ছাত্রদলের সমাবেশের প্রস্তুতি চলার সময় পুলিশ বাধা দিলে বিএনপি, ছাত্রদল, জামায়াত, শিবিরের নেতাকর্মীরা পুলিশকে ঘিরে মারপিট করে। এসময় এসআই, এএসআই ও কনস্টেবল মিলে ১৩ জন পুলিশ সদস্য আত্মরক্ষার্থে বিদ্যালয়ের একটি কক্ষে ঢুকলে সেখানেও হামলাসহ আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা চালায় হামলাকারীরা।

সভায় কেন্দুয়া পৌর মেয়র আসাদুল হক আগুন সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।

এদিকে দুপুরে হামলার ঘটনাস্থল কেন্দুয়া পৌর শহরের আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর কমিউনিটি পুলিশের উদ্যোগে সমাবেশ হয়েছে।

কেন্দুয়া পৌর মেয়র আসাদুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মুশফিকুর রহমান, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, উপজেলা কমিউনিটি পুলিশের সম্পাদক আশরাফ উদ্দিন ভুইয়া।

সভায় জেলা প্রশাসক বলেন, জঙ্গি কায়দায় এই হামলার সাথে জড়িতদের রেহাই দেয়া হবে না।

ঘটনায় দায়ের মামলায় এ নাগাদ ৬৭ জন বিএনপি, যুবদল, ছাত্রদল, জামায়াত-শিবিরের নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছে।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :