ফরিদপুরে আগুনে পুড়লো ১০ কোটি টাকার পাট

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ২১:০০

ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর চর নওয়াপাড়া এলাকায় রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজে আগুন লেগেছে। আগুনে ৬০ হাজার মেট্রিক টন কাঁচা পাট ও বাইরে রাখা জুট (ডাস্ট) সম্পূর্ণ ভস্মিভূত হয়ে গেছে। এতে জুট ইন্ডাস্ট্রিজের প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মঙ্গলবার বেলা ১২টার দিকে মিলের উত্তর দিকের ইউনিটে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট, রোয়ালমারীর ১টি এবং পার্শ্ববর্তী রাজরাড়ী থেকে ১ টি ইউনিটসহ মোট ৫টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে।

ফরিদপুর ফায়ার সাভির্সের সহকারী পরিচালক এ.বি এম মমতাজ উদ্দিন জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে মিলের উত্তর দিকের ইউনিটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে পুরো ইউনিটে আগুন ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, ঐ ইউনিটে রাখা কাঁচা পাট ও বাইরের জুট (ডাস্ট) পুড়ে ভস্মিভুত হয়ে যায়। বিকাল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফন্স এই কর্মকর্তা আরো বলেন, পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। যার ফলে ক্ষতির পরিমাণটাও বেড়ে গেছে।

রাজ্জাক জুট ইন্ড্রাস্ট্রিজের প্রোজেক্ট ইনর্চাজ নজরুল ইসলাম বলেন, এই আগুনে আমাদের ৬০ হাজার মেট্রিক টন কাঁচা পাট ও বাইরে রাখা জুট (ডাস্ট) পুড়ে ছাই হয়ে গেছে।

তিনি দাবি করেন, এতে মিলের ১০ কোটির টাকা অধিক ক্ষয়ক্ষতি হয়েছে।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :