বিসিএলে ধীমান ঘোষের সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ২১:০৪

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চলতি আসরের পঞ্চম রাউন্ডের ম্যাচে সেঞ্চুরি করেছেন বিসিবি উত্তরাঞ্চলের হয়ে খেলা উইকেটরক্ষক-ব্যাটসম্যান ধীমান ঘোষ। গতকাল ৬৪ রান করে অপরাজিত থাকা এই ব্যাটসম্যান আজ ১১৩ রান করে আউট হন। ১৩২ বল খেলে এই রান করতে তিনি ১৪টি চার মেরেছেন। তিনি সেঞ্চুরিটি করেছেন ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে।

প্রথম শ্রেণীর ক্রিকেটে এটি ধীমান ঘোষের ১১তম সেঞ্চুরি। চারদিনের ম্যাচে তিনি ৩২টি হাফ সেঞ্চুরি করেছেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে ১৪টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার।

২০০৮ সালের ৯ মার্চ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় ধীমান ঘোষের। ওই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল চট্টগ্রামে। ওই বছরই তিনি সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন। ২০০৮ সালের ৬ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি সর্বশেষ ওয়ানডে ম্যাচটি খেলেন। একই বছরের এপ্রিলে তিনি পাকিস্তানের বিরুদ্ধে তার ক্যারিয়ারের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি খেলেন।

(ঢাকাটাইমস/২৮ ফেব্রুয়ারি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :