ছেলের গুলি থেকে প্রাণে বাঁচলেন ঝালকাঠির মেয়র

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ২১:২২
ফাইল ছবি

ঝালকাঠী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন তালুকদারকে লক্ষ্য করে তার কনিষ্ঠ ছেলে আমিনুল ইসলাম গুলি ছুড়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর পরই আমিনুল ইসলাম লিটনকে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ পুলিশ আটক করেছে।

মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে কোর্ট রোডে মেয়রের নিজস্ব কার্যালয়ে এ ঘটনা ঘটে।

ঝালকাঠী পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও মেয়র লিয়াকত হোসেন তালুকদারের একাধিক ঘনিষ্টজন নাম প্রকাশ না করার শর্তে ঢাকাটাইমসকে বলেছেন, মেয়রের অজান্তে তার ছেলে আমিনুল ইসলাম লিটন অর্থের বিনিময়ে অবৈধ ইজিবাইকের লাইসেন্স দিচ্ছিলেন।

এ ঘটনা মেয়র জানতে পেরে সন্ধ্যা ৬টার দিকে কোর্ট রোডের নিজস্ব কার্যালয়ে লিটনকে ডেকে বকাঝকা করেন। এক পর্যায়ে পিতা-পুত্রের মধ্যে তুমুল ঝগড়া বাধে। উত্তেজিত হয়ে আমিনুল ইসলাম লিটন তার সঙ্গে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে মেয়রকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি ছুড়ে। কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয় এবং ভাগ্যক্রমে মেয়র বেঁচে যান।

তাৎক্ষণিকভাবে এ ঘটনা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমিনুল ইসলাম লিটনকে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ আটক করে।

এ প্রসঙ্গে ঝালকাঠীর পৌর মেয়র লিয়াকত হোসেন তালুকদার স্থানীয় সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি কোর্ট রোডের নিজ বাসভবনে অবস্থান করছেন।

পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান জানান, আমিনুল ইসলাম লিটনকে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়েছে।

তিনি বলেন, বাবার সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে মেয়রপুত্র চার রাউন্ড ফাঁকা গুলি করে। পুলিশ দুইটি গুলির খোসা উদ্ধার করেছে।

পুলিশ সুপার জানান, এ ঘটনায় যথাযথ আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :