৩৬৪৬ বইয়ের মধ্যে মানসম্পন্ন ৮৫৮টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৪৯
অ- অ+

শেষ হয়েছে মাসব্যাপী অমর একুশে বইমেলা। এবারের বইমেলায় নতুন বই প্রকাশ হয়েছে তিন হাজার ৬৪৬টি। বাংলা একাডেমির তথ্যানুযায়ী গতবারের বইমেলায় তিন হাজার ৪৪৪টি নতুন বই এসেছিল।

সন্ধ্যায় মেলার সমাপনী অনুষ্ঠানে বইমেলার সদস্য সচিব জালাল আহমেদ বলেন, এবার বাংলা একাডেমির একটি কমিটিকে দিয়ে বইমেলার তথ্যকেন্দ্রে প্রাপ্ত সকল বইয়ের মান প্রাথমিকভাবে নিরূপণের চেষ্টা করা হয়েছে। যেখানে নতুন তিন হাজার ৬৪৬টি বইয়ের মধ্যে ৮৫৮টি মানসম্পন্ন বই পাওয়া গেছে।

জালাল আহমেদ বলেন, এটি নিঃসন্দেহে আশার কথা। এক বছরের বইমেলাকে কেন্দ্র করে ৮৫৮টি মানসম্পন্ন বইয়ের প্রকাশ সহজ কথা নয়।

জালাল আহমেদ জানান, অনেক প্রকাশক তাদের নতুন সব বইয়ের তথ্য দেননি। এর জন্য বইমেলায় প্রকৃতপক্ষে কত নতুন বই এসেছে এর সঠিক তথ্য পাওয়া যায় না।

বাংলা একাডেমির তথ্য অনুযায়ী এবার বইমেলায় গল্পের বই প্রকাশিত হয়েছে ৫২০টি, প্রবন্ধ ১৬৮টি, ছড়া ১১৭টি, গবেষণা ৮৭টি, শিশুতোষ ১১৮টি, জীবনী ৭১টি, ভ্রমণ কাহিনি ৬৯টি, বিজ্ঞান ৩৮টি, ইতিহাস ৪১টি, মুক্তিযুদ্ধ ৯৭টি, বৈজ্ঞানিক কল্পকাহিনি ৩৪টি, ধর্মীয় ১০টি, নাটক ১৭টি, কম্পিউটার ছয়টি, অনুবাদের বই ১৮টি, রাজনীতি ১৭টি, চিকিৎসা ২৮টি, রম্য ১৭টি, রচনাবলী সাতটি ও অভিধান দুটি এবং অন্যান্য বিষয়ের বই এসেছে ৪৬৬টি।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/জেআর/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারা দেশে বিএনপির র‌্যালি
১৬ বছরের দুঃশাসন শেষ হতে ১৬ দিন লাগেনি: অসীম
মঈন খানের বাসভবনে ব্রিটিশ হাইকমিশনারের মধ্যাহ্ন ভোজ
বিএনপি ক্ষমতায় গেলে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা অধিদপ্তর করা হবে: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা