পাকুন্দিয়া পৌরসভায় উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনে জাইকা প্রতিনিধি

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ মার্চ ২০১৭, ১৯:২৩

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন ও নতুন উন্নয়ন কাজ উদ্ধোধন করেছেন জাপানি দাতা সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)’র প্রোগ্রাম অ্যাডভাইজার মি.রুচি কাটসুকি।

বুধবার দিনব্যাপী পৌরসভা কার্যালয়ে উন্নয়ন বিষয়ক কর্মশালা শেষে পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন তিনি।

এসময় নর্দান বাংলাদেশ ইন্টিগ্রেডেট ডেভেলপমেন্ট প্রজেক্ট (নবিদেপ) এর প্রজেক্ট ডিরেক্টর আ.ন.ম উনায়েত উল্লাহ, পৌরসভার মেয়র মো.আক্তারুজ্জামান খোকন, পৌরসচিব সৈয়দ শফিকুর রহমান, প্রকৌশলী শ্যামল চন্দ্র, সহকারী প্রকৌশলী আব্দুল জব্বার, পৌর কাউন্সিলর আরিফ হোসেন, ফরিদ উদ্দিন, মকবুল হোসেন, শরীফুল ইসলাম সুজন, শামীম শাহ, কফিল উদ্দিন, উজ্জ্বল মিয়া, ফজলুল হক পল্টু মেম্বার এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর শোভা আক্তার, মোমেনা জাহান ও রোকিয়া বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করে জাইকা প্রতিনিধি সন্তোষ প্রকাশ করেন এবং উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সহযোগিতার আশ্বাস দেন।

(ঢাকাটাইমস/০১মার্চ/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :