কিশোরগঞ্জে তিন দিনব্যাপী ১৩তম ছড়া উৎসব

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ মার্চ ২০১৭, ১২:৫৫

‘ছড়ায় ছড়ায় গড়ব দেশ- সমৃদ্ধ এক বাংলাদেশ’ এ স্লোগানে কিশোরগঞ্জে শুরু হয়েছে ১৩তম ছড়া উৎসব ও লোকজ মেলা। সাহিত্য সংগঠন জেগে ওঠো নরসুন্দার ব্যবস্থাপনায় বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ সমবায় কমিউনিটি সেন্টারে মেলার উদ্বোধন করেন শিশু সাহিত্যিক রফিকুল হক দাদুভাই।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।

জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে অনুষ্ঠানে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক। বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধনের পর বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

কিশোরগঞ্জ ছড়া উৎসব পরিচালনা পর্ষদ-এর আহ্বায়ক আহমেদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উৎসব পরিচালনা পরিষদের সদস্য সচিব অধ্যাপক আবুল কাশেম।

উদ্বোধনী দিনের আলোচক ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শিবির বিচিত্র বড়ুয়া, কবি মিলন সব্যসাচী, আরিফ নজরুল, মো. ইকবাল, ব্যবসায়ী বাদল রহমান প্রমুখ।

আলোচনাসভার অন্যান্য পর্বে রয়েছে ছড়া পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদান।

ছড়া উৎসব উপলক্ষে লোকজ মেলারও আয়োজন করা হয়েছে।

কিশোরগঞ্জের নবীন-প্রবীণ ছড়াকার ছাড়াও দেশের বিভিন্ন জেলার ছড়াকাররা এই উৎসবে অংশ নিয়েছেন।

(ঢাকাটাইমস/২মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :