কুমিল্লা সিটি নির্বাচন: সাক্কুকে ২০ দলের সমর্থন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ মার্চ ২০১৭, ১৭:৫৪| আপডেট : ০৬ মার্চ ২০১৭, ১৬:৩৭
অ- অ+

দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী মনিরুল হক সাক্কুকে জোটগত সমর্থন দেওয়ার ‘নীতিগত সিদ্ধান্ত’ নিয়েছে ২০ দলীয় জোট।

বৃহস্পতিবার জোটের শরিক দলগুলোর মহাসচিব পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

দুপুরে অনুষ্ঠিত বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদকে ২০ দলীয় জোটের পক্ষে নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়ার প্রস্তাব গৃহীত হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে জাতীয় পার্টির (বিজেপি) আব্দুল মতিন সাউদ, জাতীয় পার্টির (জাফর) মোস্তফা জামাল হায়দার, ইসলামী ঐক্যজোটের আব্দুল করিম, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, খেলাফত মজলিশের শফিকউদ্দিন, এলডিপির রেদোয়ান আহমেদ, জাগপার খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ ন্যাপের গোলাম মোস্তফা ভূইয়া, কল্যাণ পার্টির এম এম আমিনুর রহমান উপস্থিত ছিলেন।

গোলাম মোস্তফা ভুঁইয়া ঢাকাটাইমসকে জানান, বৈঠকে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে জোট সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে ২০ দলের পক্ষ থেকে প্রচারণায় অংশ নেয়ার সিদ্ধান্ত হয়।

(ঢাকাটাইমস/২মার্চ/বিইউ/এমআর)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খানের ৪০তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল দখল চেষ্টার অভিযোগ
ঢাকা সফর নিয়ে দিল্লিতে এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি
বিদেশি চক্রের চেয়ে দেশীয় চক্র এখন বেশি ষড়যন্ত্র করছে: গয়েশ্বর 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা